Exam Paper Leaked: ফাঁস শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র! ১০ লাখের খেলা, গ্রেফতার ৪৪জন

রাজস্থান শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ। পরীক্ষার কিছুক্ষণ আগে এই প্রশ্ন ফাঁসের ভয়াবহ অভিযোগ। এই ঘটনায় অন্তত ৪৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে ৩৭জন বিশেষজ্ঞ রয়েছেন।

সার্বিক পরিস্থিতিতে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা আপাতত বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় ধৃতদের মধ্যে যোধপুরের বাসিন্দা সুরেশ বিষ্ণোই নামে এক ব্যক্তি রয়েছে বলে খবর। তার বাড়ি যোধপুরে।

খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছেন।

এদিকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে। এরপরই পুলিশ একটি বেসরকারি বাসে তল্লাশি চালায়। পুলিশের কাছে খবর ছিল ওই বাসে কয়েকজন প্রার্থী রয়েছে। তাদের কাছে এই প্রশ্নপত্র রয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসটিকে মাঝপথে দাঁড় করানো হয়। এরপর সেই বাস থেকে অন্তত ৩৭জন পড়ুয়ার সন্ধান মেলে। কয়েকজন এক্সপার্ট ও পরীক্ষা নিয়ামকও ছিলেন বাসে। তাদের সঙ্গে অন্যান্য উপকরণও ছিল। এরপর তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে ১০ লাখ টাকার বিনিময়ে এই প্রশ্ন ফাঁসের মূল চাঁই প্রশ্ন বের করে দিতে রাজি হয়েছিল। সেই অনুসারেই কাজকর্ম চলে। তবে এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে কয়েকদিন আগেই উদয়পুর পুলিশ কয়েকজনক গ্রেফতার করে। তারা ভুয়ো পরীক্ষার্থী হিসাবে পরীক্ষায় বসার চেষ্টা করেছিল বলে অভিযোগ।

রাজস্থানের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষক নিয়োগের সাধারণ জ্ঞানের পরীক্ষাটা বাতিল করা হয়েছে। আগামী দিনে যাতে কোনও অন্যায্য কিছু না হয় সেকারণেই এই পরীক্ষা বাতিল করা হয়েছে।

রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা গুলাব চন্দ্র কাটারিয়া জানিয়েছেন, শনিবারের ঘটনা সরকারের কাছে লজ্জার। এটা অত্যন্ত দুঃখের ঘটনা।

তিনি বলেন, যে পরীক্ষার্থীরা চাকরির জন্য কঠোর পরিশ্রম করছেন তাদের কাছেও এই ধরনের ঘটনা খুবই হতাশাজনক।

তাঁর মতে এবারই প্রথম নয়। এর আগেও আটটা পেপার এভাবে ফাঁস হয়ে গিয়েছিল। এনিয়ে নার এই ঘটনা হল।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, যুবকদের মধ্যে রাগ তৈরি হচ্ছে। পেপার মাফিয়ারা গোটা পরীক্ষাকে নিয়ন্ত্রণ করছে। এটা রাজস্থানের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা।এটা মানা যায় না।

গোটা ঘটনায় সরকারকে দুষছেন বিরোধীরা।