Maternity Leave:ছাত্রীরা গর্ভবতী হলে কতদিনের মাতৃত্বকালীন ছুটি? বিরাট সিদ্ধান্ত

সাধারণত শিক্ষিকারা মাতৃত্বকালীন ছুটি পান। এটাই প্রচলিত। কিন্তু যদি ছাত্রীরা গর্ভবতী হন তবে তারা কি ছুটি পাবেন? এবার এনিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেরলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। ১৮ বছর বয়সী বা তার উপরে বয়স এমন ছাত্রীরা গর্ভবতী হলে তারাও মাতৃত্বকালীন ছুটি পাবেন। এজন্য তাঁদের শিক্ষাবর্ষে কোনও ছেদ পড়বে না। ঠিক কেমন হবে বিষয়টি?

সূত্রের খবর, ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া নিয়ে শুক্রবার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট মিটিং হয়েছিল। আর সেই বৈঠকেই মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ১৮ বছর বয়সী ও তার থেকে যাদের বয়স বেশি সেই ছাত্রীরা ৬০দিনের জন্য মাতৃত্বকালীন ছুটি পাবেন। কোন ছাত্রী কখন ছুটি নেবেন সেটা পুরোপুরি নির্ভর করছে সেই ছাত্রীর উপর। গর্ভবতী অবস্থায় তারা যে কোনও সময় ছুটি নিতে পারেন। সন্তান প্রসবের পরেও তারা ছুটি নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে পুরোটাই সিদ্ধান্ত নিতে পারবেন সংশ্লিষ্ট ছাত্রী।

তবে শুধু সন্তান প্রসবের ক্ষেত্রেই নয়, গর্ভপাতের ক্ষেত্রেও ছুটি পাবেন ছাত্রীরা। এক্ষেত্রে সর্বাধিক ১৪দিন ছুটি পাবেন তারা।তবে শিক্ষাবর্ষের ক্ষেত্রে যাতে কোনওভাবে সমস্যা না হয় সেটাও দেখা হবে। তবে সবক্ষেত্রেই মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়েই মাতৃত্বকালীন ছুটি নিতে হবে গর্ভবতী ছাত্রীদের। মেডিক্যালে সার্টিফিকেট যদি যথাযথ থাকে তবে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

এদিকে মাতৃত্বকালীন ছুটির দিনগুলোতে যদি কোনও সেমেস্টার পড়ে যায় সেক্ষেত্রে কী হবে? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কোনও সেমেস্টারে ছাত্রীরা বসতে না পারলে তার বছর নষ্ট হবে না। তিনি পরবর্তী সেমেস্টারে বসতে পারবেন। তবে ওই ছাত্রীর প্র্যাক্টিকাল, ল্যাব, মৌখিক পরীক্ষার বিষয়গুলি কী হবে তা ওই বিভাগের শিক্ষকরাই সিদ্ধান্ত নেবেন। তবে সংশ্লিষ্ট ছাত্রীর সন্তান প্রসবের জেরে তাঁর ছুটি পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অরবিন্দ কুমার জানিয়েছেন, সরকারি ছুটিগুলিও মাতৃত্বকালীন ছুটির মধ্যে পড়ে যাবে। তবে অন্য় কোনও ছুটি এই সময়কালে পাওয়া যাবে না।

অনেকের মতে, এটা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। অনেকেই বিয়ের পরেও পড়াশোনাটা চালিয়ে যান। এক্ষেত্রে তাদের সুবিধা হবে। বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও তাঁদের আর বড় সমস্যা হবে না।