Baguiati: বড়দিনের আগের রাতে নাকা তল্লাশির সময় পুলিশকে নিগ্রহ, গ্রেফতার ৩ মদ্যপ যুবক

বড়দিনে অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাড়ানো হয়েছে নাকা চেকিং। আর বড়দিনের আগের রাতে নিরাপত্তা দিতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে নিগ্রহ হল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাগুইআটি থানার ভিআইপি রোডে। পুলিশকে গালিগালাজ করার পাশাপাশি ধাক্কাধাক্কি করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩ মদ্যপ যুবককে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ ডিসেম্বরের রাতে অন্যান্য জায়গার মতোই ভিআইপি রোডের বাগুইআটি মোড়ে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়। পুলিশকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কড়া ব্যবস্থা নিতে হবে। সেইমতোই তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশির সময় এয়ারপোর্টের দিক থেকে আসা ৩ মদ্যপ বাইক আরোহীকে আটকায় বাগুইআটি ট্রাফিক পুলিশ। তাতেই ঘটে বিপত্তি।

যুবকরা মদ্যপ অবস্থায় থাকার ফলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। অভিযোগ, এরপরই ওই মদ্যপ তিন যুবকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পুলিশের। এরপরেই মদ্যপ যুবকরা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে ও কর্তব্যরত পুলিশদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এমনকী পুলিশের গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কিও করে বলে অভিযোগ। এরপরই তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃত ৩ জনের নাম হল সুজয় ঘোষ, সত্যজিৎ রায় ও সুকেশ রানা। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পাশাপাশি, কর্তব্য পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, গায়ে হাত দেওয়া ও একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলার কথা রয়েছে।