China Gold Mine Collapse: চিনের শিনজিয়াংয়ে সোনার খনিতে ধস, শনির বিকেল থেকে আটকে ১৮ শ্রমিক

উত্তর-পশ্চিম চিনে অবস্থিত শিনজিয়াং প্রদেশের ইনইং কাউন্টিতে একটি সোনার খনিতে ধস নামার জেরে ১৮ জন শ্রমিক আটকে পড়েছে। এই ধসটি শনিবার বিকেলে ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার সময় সেখানে ৪০ জন কাজ করছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই অক্ষত অবস্থায় খনি থেকে বেরিয়ে আসতে পারেন। তবে ধসে চাপা পড়ে আটকে গিয়েছেন ১৮ জন। ধসের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল। উদ্ধারকাজ রবিবারও জারি রয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে কিংহাই প্রদেশের এক কয়লা খনিতে ধস নেমে ১৯ জনের মৃত্যু হয়েছিল চিনে। দীর্ঘ তল্লাশির পর দেহ উদ্ধার হয় সেই কর্মীদের। এদিকে গতবছরেরই ডিসেম্বরে অপর এক কয়লা খনিতে জল ঢুকে গেলে আটকে পড়েছিলেন ২২ জন শ্রমিক। শানশি প্রদেশের সেই ঘটনায় ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এদিকে ঘটনায় ২ জনের মৃত্যু ঘটেছিল। এই ধারাবাহিক ঘটনার পর নাকি চিনের খনি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল।

ঘটনা প্রসঙ্গে চিনা মিডিয়ায় দাবি করা হয়েছে, সেদেশের খনি সুরক্ষা ব্যস্থার উন্নতি ঘটেছে। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটায় স্ববাভতই প্রশ্ন উঠতে শুরু করেছে সরকার মদতপুষ্ট চিনা মিডিয়ার রিপোর্টের। এদিকে যত ঘণ্টা পার হবে, ততই এই শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হবে। অভিযোগ, প্রতিবার খনি সুরক্ষার কথা বলে হলেও এই ধরনের দুর্ঘটনা এখনও প্রায়শই ঘটে থাকে। কারণ নিরাপত্তা নির্দেশাবলী প্রায়শই শিথিল করা হয় কাজের সুবিধার জন্য। বিশেষ করে প্রত্যন্ত খনিগুলিতে এই সমস্যা প্রবল।