Chaitali Tewari: বাড়ি ঘিরে ফেলে ২ ঘণ্টা চৈতালি তেওয়ারিকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ

আদালতের রক্ষাকবচ পেয়ে অবশেষে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের মুখোমুখি হলেন আসানসোল পুরসভার কাউন্সিলার চৈতালি তেওয়ারি। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়বার নোটিশ দেন। সেই নোটিসে উল্লেখ ছিল সকাল দশটার সময় তাঁর বাড়িতে হাজির হবে পুলিশ। সেই মতো দশটার আগেই কাউন্সিলারের বাড়িতে হাজির হয় পুলিশ। গোট বাড়ি ঘিরে ফেল পুলিল কর্মীরা। প্রায় দু’ঘণ্টা ধরে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আসানসোলে গত ১৪ ডিসেম্বর এক শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। এই অনুষ্ঠানের শুরুতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রথম কয়েকটি কম্বল বিতরণ করে চলে যান। তারপরই শুরু হয় কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি। পুলিশের দাবি, অনুমতি না নিয়েই কম্বল বিতরণ অনুষ্ঠান চলছিল। কিন্তু অনুষ্ঠানের আয়োজক বিজেপি দাবি করে তারা অনুমতি নিয়েই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়নি।

এই ঘটনায় মৃত ঝালি বাউড়ির পুত্র সুখেন বাউড়ি একটি অভিযোগ দায়ের করেন আসানসোল উত্তর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় চৈতালি-সহ আরও দুই কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ দায়ে। তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চৈতালি তেওয়ারিকে নোটিস দেয় পুলিশ। কিন্তু দু-দুবার বাড়িতে গিয়ে নোটিস দিয়েও তাঁর দেখা পাননি পুলিশ আধিকারিকরা।

এরই মাঝে আদালতের দ্বারস্থ হন চৈতালি তেওয়ারি। আদালত তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদে হাজির হওয়া নির্দেশ দিলেও রক্ষাকবচ দেয়। আগামী ২৬ দিন তাঁর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না। আদালত নির্দেশ দেয়, শনি ও সোমবার দু’ঘণ্টা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশ পাওয়ার পর শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিস দেয় পুলিশ। আদালতের নির্দেশ মতো শনিবার দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চৈতালির স্বামী তথা আসনসোল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি বলেন, ‘কী প্রশ্ন করেছে পুলিশ আমি জানি না। পুলিশ যে ভাবে তৎপরতা দেখাচ্ছে এই তৎপরতা যদি আগে দেখাত তাহলে মানুষগুলো বেঁচে যেত।’