Ind Vs Ban: R Ashwin Scores More Runs Than Virat Kohli In Test This Year


মীরপুর: বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে হারাতে ব্যাট হাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। অনেকের মতে, টেস্টের দলে ব্যাটার আর অশ্বিন (R Ashwin) দলের সম্পদ। তামিলনাড়ুর অফস্পিনার এবার বিরল এক নজির গড়লেন।

২০২২ সালে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) চেয়েও বেশি রান করেছেন অশ্বিন!

চলতি বছরে অশ্বিন ৬ ম্যাচে ৩০ গড় রেখে ২৭০ রান করেছেন। সেখানে কোহলি ২৬.৫০ গড়ে ২৬৫ রান করেছেন। পিছিয়ে রয়েছেন কে এল রাহুলও। ৪ ম্যাচে ১৭.১২ গড়ে ১৩৭ রান করেছেন তিনি। তবে চলতি বছর ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নিরিখে শীর্ষে ঋষভ পন্থ। ২০২২ সালে পন্থ ৬১.৮১ গড়ে ৬৮০ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন পন্থ।

শ্রেয়স আইয়ার চলতি বছরে ৫টি টেস্টে ৬০.২৮ গড়ে ৪২২ রান করেছেন। চেতেশ্বর পূজারা ৫ ম্যাচে ৪৫.৪৪ গড়ে ৪০৯ রান করেছেন। রবীন্দ্র জাডেজা চলতি বছরে ৩ টেস্টে ৩২৮ রান করেছেন।

নেই রোহিত, বাদ রাহুল!

সদ্যই ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ও সিরিজ সমাপ্ত হয়েছে। এটিই চলতি বছরে ভারতের শেষ ম্যাচ ছিল। এরপরে একবারে ২০২৩ সালে, নতুন বছরে ফের একবার টিম ইন্ডিয়াকে মাঠে দেখা যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka T20I ) ৩ জানুয়ারি থেকে ঘরের মাঠে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে দলের দুই তারকা ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুলকে (KL Rahul) ছাড়াই সম্ভবত ভারতীয় দল মাঠে নামবে। 

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চোট পান। সেই চোটের কারণেই গোটা টেস্ট সিরিজেই খেলতে পারেননি তিনি। খবর অনুযায়ী, তাঁর চোট এখনও সারেনি। সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তিনি সম্ভবত খেলতে পারবেন না। তবে রাহুলের বিষয়টা ভিন্ন। ভারতীয় সহ-অধিনায়ক চোট নয়, বরং খারাপ ফর্মের জন্য জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন। রাহুল বিগত ১৬টি টি-টোয়েন্টি ইনিংসে ছয়টি অর্ধশতরান করেছেন বটে। তবে বাকি ১০টি ইনিংসের সাতটিতেই এক অঙ্কের রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে।

ওই সাতটি এক অঙ্কের রানের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই এসেছে। তাই বিশ্বকাপের পরপরই রাহুলকে দল থেকে বাদ দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। বাংলাদেশ সফরেও তিনি তেমন রান পাননি। এর জেরেই রাহুলকে সম্ভবত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে হচ্ছে। গোটা বিষয়টির ব্যাপারে অবগত এক সূত্র জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে না রোহিতের শট (টি-টোয়েন্টি সিরিজের আগে) সারবে। সেক্ষেত্রে সম্ভবত হার্দিক (পাণ্ড্য) দলকে নেতৃত্ব দেবেন। কেএল রাহুলের ক্ষেত্রে মনে হচ্ছে ও সম্ভবত টি-টোয়েন্টিতে আর সুযোগ না ও পেতে পারে।’

আরও পড়ুন: চোট সারেনি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত খেলবেন না রোহিত, বাদ পড়তে পারেন রাহুল