Ind Vs Ban: Virat Kohli Gifted His T-shirt To Bangladesh Cricketer Mehedi Hasan Miraz


মীরপুর: বাংলাদেশ সফরে ভারতীয় দলকে বেশ বেগ দিয়েছেন তিনি। মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের স্পিনার অলরাউন্ডারের জন্যই ওয়ান ডে সিরিজ হারতে হয় টিম ইন্ডিয়াকে। টেস্ট সিরিজেও কোহলিদের সমস্যায় ফেলেন মিরাজ। সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মিরাজ (Mehedi Hasan Miraz)। তাই প্রবল প্রতিপক্ষের কাছে।

তিনি, বিরাট কোহলি (Virat Kohli)। সিরিজের শেষে যিনি মিরাজের হাতে উপহার হিসাবে তুলে দিলেন নিজের সই করা জার্সি। মীরপুর টেস্টের শেষে মেহেদি হাসান মিরাজকে নিজের একটি ওয়ান ডে জার্সি উপহার দেন কোহলি। জার্সিটিতে শুভেচ্ছা বার্তা-সহ সইও করেন কোহলি। মিরাজ সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতা বাগ করে নিয়েছেন।

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পরপর দুটি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদি। সঙ্গত কারণেই ওয়ান ডে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁর হাতেই। ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার শতরানের মুখ দেখেছেন মিরাজ। মীরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ভারতের বিরুদ্ধে ২টি সিরিজে মেহেদির পারফরম্যান্স নজরকাড়া।

 

অশ্বিনের নজির

বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে হারাতে ব্যাট হাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। অনেকের মতে, টেস্টের দলে ব্যাটার আর অশ্বিন (R Ashwin) দলের সম্পদ। তামিলনাড়ুর অফস্পিনার এবার বিরল এক নজির গড়লেন।

২০২২ সালে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) চেয়েও বেশি রান করেছেন অশ্বিন!

চলতি বছরে অশ্বিন ৬ ম্যাচে ৩০ গড় রেখে ২৭০ রান করেছেন। সেখানে কোহলি ২৬.৫০ গড়ে ২৬৫ রান করেছেন। পিছিয়ে রয়েছেন কে এল রাহুলও। ৪ ম্যাচে ১৭.১২ গড়ে ১৩৭ রান করেছেন তিনি। তবে চলতি বছর ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নিরিখে শীর্ষে ঋষভ পন্থ। ২০২২ সালে পন্থ ৬১.৮১ গড়ে ৬৮০ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন পন্থ।

শ্রেয়স আইয়ার চলতি বছরে ৫টি টেস্টে ৬০.২৮ গড়ে ৪২২ রান করেছেন। চেতেশ্বর পূজারা ৫ ম্যাচে ৪৫.৪৪ গড়ে ৪০৯ রান করেছেন। রবীন্দ্র জাডেজা চলতি বছরে ৩ টেস্টে ৩২৮ রান করেছেন।

আরও পড়ুন: চোট সারেনি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত খেলবেন না রোহিত, বাদ পড়তে পারেন রাহুল