Murshidabad Panchayat: মুর্শিদাবাদে ইস্তফা দিয়ে বেঁকে বসলেন ১১ জন পঞ্চায়েত সদস্য! হঠাৎ কী ঘটল?‌

প্রধানমন্ত্রী আবাস যোজনা যোগ্যরা পাচ্ছে না। এই অভিযোগে শনিবার একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মুর্শিদাবাদের সালার থানার তৃণমূল কংগ্রেস পরিচালিত মালিহাটি গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্য। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পঞ্চায়েত সদস্যদের ইস্তফার ঘটনা নাটকীয় মোড় নিল। আজ, রবিবার পদত্যাগপত্র থেকে নাম তুলে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ১১ জন পঞ্চায়েত সদস্য। যদিও পদ্ধতিগত ত্রুটির কারণে কারও পদত্যাগপত্র গৃহীত হয়নি।

মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই নম্বর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ নাসিরুদ্দিন। প্রধান ও উপপ্রধান–সহ ১৭ জন পঞ্চায়েত সদস্য সোজা বিডিও’‌র কাছে চলে যান গণ–ইস্তফা দেওয়ার জন্য। তখন প্রধান বলেন, ‘‌বহু অসহায় মানুষ এখনও পাকা ঘর পাননি। এরপর আমাদের বাড়ি গিয়ে মানুষ বিক্ষোভ দেখাবে। এই জনরোষ থেকে বাঁচতেই আমরা আজ ইস্তফা দিতে চাইছি।’‌

এদিকে জেলা তৃণমূল সূত্রে খবর, জনরোষের কথা বললেও আসলে পদত্যাগের পিছনে রয়েছে স্থানীয় বিধায়ক এবং তৃণমূল ব্লক সভাপতির গোষ্ঠীকোন্দল। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর এবং ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের গোষ্ঠীকোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে। বিধায়কের নির্দেশেই ছুটির দিনে গণইস্তফা দিতে যান ১৭ জন সদস্য। তবে পদত্যাগপত্র থেকে ১১ জন সদস্যের নাম প্রত্যাহারের সিদ্ধান্তের পিছনে মুস্তাফিজুর রহমানের হাত রয়েছে। স্থানীয় বিডিও আশিস মণ্ডল বলেন, ‘‌পঞ্চায়েত সদস্যদের পদত্যাগ দিতে হলে সচিবের মাধ্যমে সচিত্র পরিচয়পত্র ও শংসাপত্র–সহ জমা দেওয়ার নিয়ম রয়েছে। ওই নিয়ম মানা হলে তবেই ইস্তফাপত্র গৃহীত হবে।’‌

অন্যদিকে সূত্রের খবর, সোমবার মালিহাটি গ্ৰাম পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধানদের জেলায় ডেকে পাঠিয়েছেন জেলা নেত্রী শাওনী সিংহরায়। এই বিষয়ে মুর্শিদাবাদের তৃণমূল চেয়ারম্যান আবু তাহের খান বলেন, ‘‌হয়ত তাঁদের অভিমান হতে পারে। হয়ত সরকারি কর্মচারিদের বিরুদ্ধে তাঁদের কোনও প্রতিক্রিয়া থাকতে পারে। যাঁরা তালিকা করেছেন তাঁদের কোনও বিষয় থাকতে পারেন। কী ঘটনা ঘটেছে, কী ঘটল সবটা জেনে পরবর্তীতে দল পদক্ষেপ করবে।’‌ আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘‌মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলাকে নিজেদের গড় বলে ভাবে। সেখানেই এটা শুরু হয়েছে। এবার জেলায় জেলায় এমনটা হবে।’‌