Newtown Death: বচসার সময় বৌমা ধাক্কা দিল শাশুড়িকে, পড়ে গিয়ে মৃত্যু বৃদ্ধার নিউটাউনে

ছেলের বউয়ের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না শাশুড়ির। কিন্তু তারপরও এক ছাদের তলায় থাকতে হচ্ছিল দু’‌জনকে। আর সেখানেই বড়দিনের আগে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তাঁদের মধ্যে নিয়মিত ঝগড়া লেগে থাকত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। কিন্তু পরিণতি এমন ভয়ঙ্কর হবে সেটা কেউ ভাবতেও পারেনি। দু’‌জনের বচসার জেরে শাশুড়িকে ধাক্কা মেরে উঠোনে ফেলা দেয় বউমা বলে অভিযোগ। তার জেরেই চোট পান শাশুড়ি। আর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঠিক কী ঘটেছে নিউটাউনে?‌ স্থানীয় সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম আয়াতুন্নেসা বিবি (৬২)। তাঁর বাড়ি রাজরহাট থানার এলাকার গলসিয়াতে। এখানে থাকতেন শাশুড়ি–বউমা। আর তাঁদের নিত্য ঝগড়া শুনতে পেতেন প্রতিবেশীরা। সেটাই এবার মারাত্মক আকার নিয়েছে। শাশুড়িকে ঝগড়ার সময় ঠেলে ফেলে দেয় বউমা। আর তার জেরে মৃত্যু হয় শাশুড়ির। এই ঘটনায় মৃত মহিলার ছেলে হাসেম আলি তাঁর স্ত্রী তনুজা বিবির নামে অভিযোগ দায়ের করেছেন থানায়।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, সাংসারিক বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল আয়াতুন্নেসা বিবি এবং তনুজা বিবির মধ্যে। এটাই বড় আকার ধারণ করে শনিবার। তখন আবার দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তুমুল ঝগড়াঝাটি তলার সময় তনুজা বিবি শাশুড়িকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। আর মাটিতে পড়ে গিয়ে চোট পান। তখন তাঁকে উদ্ধার করে রেকজোয়ানী গ্রামীণ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আর কী জানা যাচ্ছে?‌ বাড়ি ফিরে এই ঘটনার কথা জানতে পারেন ছেলে হাসেম আলি। তখনই স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন স্বামী। ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ। এই বিষয়ে মৃতার ছেলে হাসেম আলি বলেন, ‘‌আগেও অনেকবার অত্যাচার করেছে আমার মায়ের উপর। আমাকেও গালাগালি করত। গতকাল আমায় মা একটু বকাবকি করছিল। তখন বাঁশ নিয়ে মাকে মারতে আসে। তখন কিছু ঘটেনি আমি ছিলাম বলে। পরে মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় মারা যান তিনি।’‌