Pele’s Daughter Shares Legendary Footballers Picture From Hospital On Christmas Eve


রিও দে জেনেইরো: মাঠে প্রতিপক্ষের রক্ষণভেদ করে গোল করায় তাঁর জুড়ি মেলা ভার। তবে লড়াইটা এখন প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, ব্রাজিল কিংবদন্তি পেলের (Pele) বর্তমান লড়াইটা ক্যান্সারের বিরুদ্ধে। গত নভেম্বর মাস থেকেই ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি তিন বারের বিশ্বজয়ী ব্রাজিলিয়ান। উদ্বেগ ছিলই, সেই মতোই পেলেকে এ বছরের বড়দিনটাও হাসপাতালেই কাটাতে হচ্ছে। বড়দিনের প্রাক্কালে বাবাকে জড়িয়ে এক ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন পেলেকন্যা।

আরও একটি রাত!

বুধবারই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় পেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ক্যান্সারের চিকিৎসা তো চলছেই পাশাপাশি তাঁর মূত্রনালি ও হৃদযন্ত্রের চিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে রেখেই চিকিৎসা করা হবে। পেলের মেয়ে কেলিও জানিয়েছিলেন বড়দিনে তাঁরা পেলের সঙ্গে হাসপাতালেই সময় কাটাবেন। বড়দিনের প্রাক্কালেও বাবাকে একেবারেই একা ছাড়ছেন না পেলেকন্যা। তিনি শয্যাশায়ী পেলেকে জড়িয়ে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে লেখা, ‘এই যুদ্ধে (ঈশ্বরের ওপর) বিশ্বাস রেখে তোমার পাশে রয়েছি। আরও একটি রাত এভাবেই একসঙ্গে কাটল।’ ছবিতে পেলেকে জড়িয়ে ধরে তাঁর বুকের ওপরেই কেলিকে শুয়ে থাকতে দেখা গিয়েছে।

সংকটে পেলে

জানা গিয়েছিল তাঁর দেহে বাসা বাধা ক্যান্সার অন্তিম পর্যায়ে পৌঁছেছে। তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। সংকটজনক অবস্থা থেকে তিনি ফিরেও এসেছিলেন। নিজেই পোস্ট করে জানিয়েছিলেন সেকথা। বিশ্বকাপে তিনি যে খেলা দেখছেন, একাধিক পোস্টে সেটা জানিয়েছিলেন পেলে। নেমারদের মানসিকভাবে চাঙ্গা করতেও পোস্ট করেছিলেন তিনি। লিওনেল মেসিরা চ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন। কিন্তু ফের অবস্থার অবনতি হয়েছে পেলের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্তিম পর্যায়ে রয়েছে তাঁর ক্যান্সার। সারা দেহ ফুলে রয়েছে। কেমোথেরাপিও কাজ করছে না। সংকটে রয়েছেন তিনি।