Udayan Guha: বিএসএফের গুলিতে মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে বিজেপি আক্রমণ উদয়নের

কোচবিহারের দিনহাটার গীতালদহে বিএসএফের গুলিতে মৃত যুবকের বাড়িতে গেল তৃণমূল প্রতিনিধি দল। আজ রবিবার মৃত যুবক প্রেম বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। এদিন মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর বিএসএফকে ব্যবহার করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন উদয়ন গুহ।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘বিএসএফ নিজেদের সীমানা মানছে না। গ্রামের ভিতরে এসে গুলি চালিয়ে যুবককে খুন করেছে। বিএসএফকে সীমানার পাহারার জন্য রাখা হয়েছে। অথচ রাজনৈতিক স্বার্থে তাদের কাজে লাগাচ্ছে বিজেপি।’ তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াও বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ করেন। তিনি জানান, সীতাই বিধানসভার বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গত কয়েক মাসে ৫-৬ জনের মৃত্যু হয়েছে। বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে। আগামী অধিবেশনে বিধানসভায় এ বিষয়টি তোলা হবে বলে তিনি জানান। তৃণমূলের বক্তব্য, চাইলে বিএসএফ যুবককে গ্রেফতার করতে পারত। কিন্তু তা না করে খুন করেছে।

এদিন ভারবান্দা গ্রামে ওই পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকমের সাহায্য এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সেই সঙ্গে পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। এই দুই তৃণমূল নেতা ছাড়াও ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরিশচন্দ্রনাথ বর্মন প্রমুখ। উল্লেখ্য, শনিবার ওই সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয় প্রেম বর্মনের। তবে বিএসএফের দাবি, গরু পাচার করছিল ওই যুবক। যদিও পরিবারের অভিযোগ, প্রেম একজন তামাক চাষী। সে নিজের জমিতে তামাক চাষ করতে গিয়েছিল। তখনই বিএসএফ তাঁর ওপর গুলি চালায়।