মোদিকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার দুই নেতার ফোনালাপে তিনি এই ধন্যবাদ জানান। টুইটারে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এসব কথা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারত এখনও ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা জানায়নি। কিন্তু মোদির সরকার বারবার বলে আসছে, সংকটের সমাধান অবশ্যই কূটনীতি ও সংলাপের মাধ্যমে হতে হবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার ফোনালাপ হয়ে নরেন্দ্র মোদির।

৪ অক্টোবর জেলেনস্কির সঙ্গে ফোনালাপে মোদি বলেছিলেন, ইউক্রেনে সংঘাতের সামরিক সমাধান নেই। যে কোনও শান্তি উদ্যোগে ভারত অবদান রাখতে প্রস্তুত।

ফোনালাপে জেলেনস্কি বলেছেন, তার প্রস্তাবিত শান্তি ফর্মুলা বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের দিকে তিনি তাকিয়ে আছেন। একই সঙ্গে তিনি জি ২০ জোটের প্রেসিডেন্ট হিসেবে ভারতের সফলতা কামনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি টুইটারে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। জি-২০ তে ভারতের সভাপতিত্বের সাফল্য কামনা করেছি। এই জোটের সম্মেলনেই আমি শান্তি ফর্মুলা ঘোষণা করেছি। এখন তা বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের দিকে আমি তাকিয়ে আছি। মানবিক সহযোগিতা ও জাতিসংঘে সমর্থনের জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ফোনালাপের বিষয়ে কিছু জানানো হয়নি।