Siliguri Raid: একাধিক পুলিশকর্তার বাড়িতে অভিযান দুর্নীতি দমন শাখার, তোলপাড় শিলিগুড়ি

শিলিগুড়িতে একাধিক পুলিশকর্তার বাড়িতে অভিযান চালাল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। আজ, সোমবার সন্ধ্যায় শালবাড়িতে মাটিগাড়া থানার আইসি সমীর দেওসার আবাসনে অভিযান চালায় পাঁচ সদস্যের একটি দল। একইসঙ্গে শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে মালদার চাঁচল থানার আইসির আবাসনেও অভিযান চলে।

ঠিক কী ঘটেছে শিলিগুড়িতে?‌ শিলিগুড়ির মাটিগাড়া থানার আইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই তাঁর ফ্ল্যাটে রাজ্যের দুর্নীতি দমন শাখার হানা দিয়েছে। সোমবার সেখানে শুরু হয়েছে তল্লাশি। সন্ধ্যে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তল্লাশি এখনও চলছে। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাননি।

আর কী জানা যাচ্ছে?‌ সরকারি কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সক্রিয় হয়েছে নবান্ন। এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। তাই কড়া হাতে মোকাবিলা করছে প্রশাসন। এদিন একের পর এক সরকারি আধিকারিকের বাড়িতে হানা দিয়েছে দুর্নীতি দমন শাখার অফিসাররা। সেই সূত্রেই এদিন মাটিগাড়া থানার আইসির আবাসনে হানা দেয় রাজ্যের দুর্নীতি দমন শাখার পাঁচ সদস্যের একটি দল। এই নিয়ে সংশ্লিষ্ট আইসির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও কী তল্লাশি অভিযান হবে? সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলায় কর্মরত পুলিশের আইসি পদমর্যাদার আরও এক অফিসারের বাড়িতেও তল্লাশি চালানো হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন শাখার অফিসাররা এই অভিযান চালান। রবিবারও মালদা জেলা পুলিশের অধীনে থাকা চাঁচল থানার এক অফিসারের বাড়িতেও তল্লাশি চালায় রাজ্যের দুর্নীতি দমন শাখা। তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এই পুলিশ অফিসারের বাড়ি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়, সম্পত্তির নথি মিলেছে। তারপরই শিলিগুড়ির মাটিগাড়া থানার আইসির ফ্ল্যাটে হানা দিল দুর্নীতি দমন শাখা।