Baleno-র নতুন ক্রস-ওভার মডেল আনতে পারে Maruti! ভাইরাল টেস্টের ছবি

ধরুন মারুতির দু’টি গাড়ি। বালেনো আর গ্র্যান্ড ভিটারা। অঘ্রানের কোনও শীতল সন্ধ্যায় তাঁদের শুভ পরিণয় হল। আগামী বছর তাদের ঘর আলো করে একটি ফুটফুটে ক্রসওভার গাড়ি জন্ম নিল।

ভাবছেন কী যা-তা লেখা? আসলে বাস্তবে কিছুটা এমনটাই হতে চলেছে। না, পৌষের সন্ধ্যায় বিয়ের বিষয়টি একটু কল্পনা। তবে বাকিটা কিন্তু একেবারে সত্যি। আরও পড়ুন: Baleno 2022: পুজোর আগে হু-হু করে বিক্রি! সবার পছন্দ Maruti-র এই গাড়ি

ভারতের বাজারে বালেনো বেশ জনপ্রিয়। প্রিমিয়াম হ্যাচব্যাকের বাজারে জোয়ার এনেছে মারুতির এই গাড়ি। আর সেই লোহা গরম থাকতেই তাতে ফের হাতুড়ি মারতে চাইছে মারুতি সুজুকি। বালেনোর উপর ভিত্তি করেই এবার একটি নতুন মডেল আনার তোড়জোড় করছে সংস্থা। সম্ভবত আগামী বছরের শুরুতেই এই গাড়ির লঞ্চ হবে। ইতিমধ্যএই তার টেস্টিংয়ও শুরু হয়েছে।

এদিকে টেস্টিং হবে, আর তা ছবি শিকারীদের চোখে পড়বে না, তা কখনও হয় নাকি! গাড়িটির ক্যামো পরানো বেশ কিছু ছবি বিভিন্ন পোর্টাল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ফাইল ছবি: টুইটার

(Twitter)

ছবি দেখে ধারণা করা হচ্ছে যে, সম্ভবত ক্রসওভারের মতো করে এটি বানানো হবে। অর্থাত্ হ্যাচব্যাক ও SUV-র মাঝামাঝি। বালেনোর-ই ক্রসওভার ভার্সান বলে এটিকে বাজারে আনা হবে বলে মনে করা হচ্ছে। সেটি হলে, বালেনোর থেকে কিছুটা বেশি দামের রেঞ্জে এটি আসবে।

সম্ভবত গ্র্যান্ড ভিটারা SUV-র ডিজাইনের সঙ্গে এই গাড়ির নকশায় বেশ কিছু প্রভাব রয়েছে। তবে আপাতত যা জানা যাচ্ছে, তাতে বালেনোর হার্টেক্ট(HEARTECT) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই এই নতুন গাড়িটি তৈরি হচ্ছে।

নতুন এই মডেলে ১.০ লিটার ৩ সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই একই ইঞ্জিন Baleno RS ভার্সানে রয়েছে। পেট্রোল ইঞ্জিন থেকে ১০০ bhp সর্বোচ্চ পাওয়ার এবং ১৫০ Nm পিক টর্ক উত্পন্ন হয়। ফলে এটি ১.২ লিটারের সাধারণ বালেনোর তুলনায় অল্প কিছুটা শক্তিশালী। ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স থাকবে।

এদিকে ফিচার্সের দিক থেকে এটি বালেনোর সমান বা তার থেকে কিছুটা বেশি প্রিমিয়াম হবে বলে মনে করা হচ্ছে। HUD স্ক্রিন, 360 ডিগ্রি ক্যামেরা, বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এসব তো থাকছেই। তাছাড়া এই মডেলে ৬টি এয়ারব্যাগের মতো সেফটি ফিচারও থাকবে বলে আন্দাজ অনেকের। আরও পড়ুন: Maruti থেকে Honda, প্রায় ১৭ গাড়ি বন্ধ হয়ে যেতে পারে শীঘ্রই! আপনার প্ল্যানে ছিল?

গাড়িটির বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটেছে মারুতি সুজুকি। গাড়ির আসল রূপ দেখতে আপাতত আগামী বছরের প্রথম কয়েক মাস অপেক্ষায় থাকতে হতে পারে।