Covid 19: করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত সরকারি হাসপাতাল? বৈঠক করবে স্বাস্থ্য দফতর

চিন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। চিনের হাসপাতালগুলিতে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন বহু মানুষ। ভারতে করোনা সংক্রমণ এখনও মাথাচারা দিতে পারেনি। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই প্রস্তুত থাকতে চায়ছে রাজ্য। এ নিয়ে আজ সোমবার কলকাতা এবং জেলাগুলির সরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল স্বাস্থ্য দফতর।

করোনা প্রস্তুতি নিয়ে আগামীকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠাবে রাজ্য। বিশেষ করে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ মোকাবিলায় জেলার হাসপাতালগুলি কতটা প্রস্তুত? সেই সমস্ত বিষয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাবে রাজ্য। তার আগে সরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, জেলার কোভিড সংক্রান্ত সমস্ত তথ্য পাঠাতে হবে জেলা শাসককে। হাসপাতালের যাবতীয় পরিসংখ্যান সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। রাজ্যগুলিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য পাঠাতে বলা হয়েছে।

লোকালয় থেকে কোভিড হাসপাতাল কতটা দূরে অবস্থিত? কতগুলি আইসোলেশন ওয়ার্ড হাসপাতালে রয়েছে? কতগুলি অক্সিজেন সাপোর্ট রয়েছে? আইসিইউ, সিসিইউ এবং ভেন্টিলেটরের সংখ্যা কতগুলি তা জানাতে হবে। পাশাপাশি কোভিড চিকিৎসক এবং নার্সের সংখ্যা কত? সেই সমস্ত বিষয় কেন্দ্রকে জানাতে হবে। একই সঙ্গে করোনা পরিস্থিতি শুরু হলে, যাতে কোনওভাবেই সাধারণ চিকিৎসা পরিষেবা ব্যহত না হয় সে বিষয়টিও নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার জন্য হাসপাতালে কতগুলি কোভিড এবং নন কোভিড চিকিৎসক রয়েছে? নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, আরটিপিসিটি এবং আরএটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তাও রাজ্যকে জানাতে হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আজ সোমবার হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য ভবন।