Critically endangered spices: ভারতের ৭৩ টি প্রাণী ভয়ঙ্করভাবে ‘বিপন্ন’ বলে ঘোষণা কেন্দ্রের

ভারতের ৭৩ টি প্রজাতির প্রাণী ভারতে আপাতত বিলুপ্তপ্রায় বলে গণ্য হচ্ছে। রাজ্য়সভায় একথা জানান, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার’ শীর্ষক একটি রিপোর্টের নিরিখে তিনি একথা জানান। সংসদের শীতকালীন অধিবেশনে এই তথ্য উঠে আসে।

যে ৭৩ টি প্রজাতির প্রাণীর কথা বলা হয়েছে, তারমধ্যে নয়টি স্তন্যপায়ী প্রাণীর নাম উঠে এসেছে। এই তালিকায় রয়েছে ১৮ টি পাখি, ২৬ টি সরীসৃপ, ২০ টি উভচর। এই তথ্য আইইউসিএনের রিপোর্টে উঠে এসেছে। উল্লেখ্য, আইইউসিএনই ঘোষণা করে পরিবেশের জীববৈচিত্র্যের নানান তথ্য। সেই সমস্ত প্রজাতিকেই ‘বিলুপ্তপ্রায়’ বলে বর্ণনা করা হয়, যখন ওই প্রাণীগুলির অস্তিত্বের ব্যাপক সংকট থাকে। উল্লেখ্য, বন্য় প্রাণীদের নিয়ে এই সমস্ত তথ্য পেশ করা হয়। 

এর আগে ভারতের ৪৭ টি প্রজাতির প্রাণীকে অবলুপ্ত প্রায় বলে ঘোষণা করেছিল ওই প্রতিষ্ঠান। সেই সময়কাল ছিল ২০১১ সাল। এরপর তা ২০২২ সালে গিয়ে দাঁড়িয়েছে ৭৩ টিতে। এই সংখ্যা নিঃসন্দেহে একটি বড় অঙ্ক। সেখানেও স্তন্যপায়ী, সরীসৃপ, মাছ, উভচর, পাখীদের তালিকা করা হয়েছিল। এই তথ্য় লোকসভা সূত্রে দেওয়া হয়েছে।