Foreigner having Covid-19 symptoms: করোনা উপসর্গ বিদেশির, কলকাতা বিমানবন্দর থেকে আনা হল বেলেঘাটা আইডিতে

করোনাভাইরাসের উপসর্গ থাকায় কলকাতা বিমানবন্দর থেকে হাসপাতালে আনা হল এক বিদেশিকে। আপাতত তাঁকে বেলেঘাটা আইডিতে আইসোলেশনে রাখা হয়েছে বলে সূত্রের খবর। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিদেশি মহিলা অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তাঁর কাছে ব্রিটেনের পাসপোর্ট আছে।

এমনিতে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে চিন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। অন্য দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করার কোনও নির্দেশিকা জারি করা হয়নি। সতর্কতার ভিত্তিতে বেছে-বেছে কয়েকজন যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

সেইমতো কলকাতা বিমানবন্দরেও করোনা পরীক্ষা হচ্ছে। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার সকাল থেকে রবিবার রাতের মধ্যে কলকাতা বিমানবন্দরে আসা প্রায় ১০০ জন বিদেশি যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে কারও রিপোর্ট পজিটিভ আসেনি।