Kamalgazi Shootout: শহরতলিতে চলল গুলি, কামালগাজিতে গ্রেফতার এক‌

খাস কলকাতায় আবার শ্যুটআউটের ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গেল। শনিবার মাঝরাতে হাইল্যান্ড পার্কের এক পানশালায় বচসা থেকেই এই শুটআউটের ঘটনা ঘটে বলে খবর। গাড়িতে তুলে কামালগাজির কাছে নিয়ে গিয়ে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকী সেখানে দু’‌রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছে কামালগাজিতে?‌ স্থানীয় সূত্রে খবর, কলকাতার কামালগাজিতে এক ব্যক্তি অপর একজনকে লক্ষ্য করে গুলি চালায়। হাইল্যান্ড পার্কের কাছে পানশালায় বচসা হয় দু’‌জনের মধ্যে। তার পর নরেন্দ্রপুরের কামালগাজির কাছে শুটআউটের ঘটনা ঘটে। সরাসরি গুলি করা হয় বলে অভিযোগ। তাতে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। এই ঘটনায় জোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, শুটআউটের জেরে জখম ব্যক্তির নাম পিন্টু বাগ। নরেন্দ্রপুর থানায় মেডিক্যাল রিপোর্ট–সহ তিনি এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি সঞ্জয় নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করেছেন গড়িয়ার বাসিন্দা পিণ্টু বাগ। পিন্টুবাবুর অভিযোগের ভিত্তিতে সাবির মণ্ডল ওরফে বাপিকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, বন্ধু জিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হাইল্যান্ড পার্কে গিয়েছিলেন পিন্টু বাগ। তারপর সেখান থেকে মেট্রোপলিস মলের এক পানশালায় যান তাঁরা। তারপর আর একটি পানশালায় ঢোকেন পিণ্টু–জিৎ। সেখানেই তাঁদের সঙ্গে স্লট বুকিং নিয়ে দুই যুবকের বচসা হয়। পিণ্টুর অভিযোগ, এরপর তিনি পানশালার নিচে এসে দেখেন, ওই দুই ব্যক্তি নিচে বসে রয়েছেন। আর তাঁকে দেখেই তাঁরা টেনে গাড়িতে তুলে নেন। তাঁর চোখ বেঁধে গাড়িতে তুলে সোনার চেন, ঘড়ি, মোবাইল ফোন ছিনতাই করে নেওয়া হয়। কামালগাজির কাছে এসে গাড়ি থেকে নামিয়ে দু’‌রাউন্ড গুলি চালায় ওই দুই ব্যক্তি। একটি গুলি পিণ্টুর বাঁ হাতে লাগে। আর সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে পড়েন। পুলিশ আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।