Nanur Arms Recovered: বিছানার চাদর সরাতেই চোখ কপালে উঠল পুলিশের, নানুরে কী উদ্ধার হল?

আজ, সোমবার নানুর থানা গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে বেনাড়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায়। ওই বাড়ির নানা ঘর তল্লাশি করেন পুলিশ অফিসাররা। তখনই সন্দেহ হয় খাটের নীচে কিছু থাকতে পারে। সেই সন্দেহ থেকেই বিছানার চাদর তুলতেই চোখে পড়ে খাটের নীচে সারি সারি অস্ত্র। আর এভাবেই বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করা হল।

ঠিক কী ঘটেছে নানুরে?‌ স্থানীয় সূত্রে খবর, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে আবার বীরভূমের নানুরে বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করল নানুর থানার পুলিশ। এই বাড়ি থেকে তল্লাশি চালিয়ে দুটি দেশি বন্দুক, একটি সেভেন.৬৫ বন্দুক সঙ্গে নয় রাউন্ড গুলি উদ্ধার করে নানুর থানার পুলিশ। এছাড়া বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এমনকী গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে নানুরের বেনেরা গ্রামের জেরমান শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়। তার বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালাতেই বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে দেখতে পাওয়া যায়। তার প্রেক্ষিতেই তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জেরমান শেখের কথায় বিস্তর অসঙ্গতি মেলে। আর এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় জেরমান শেখকে গ্রেফতার করা হয়েছে। খাটের নীচ থেকে বস্তায় করে রাখা ছিল দুটি দেশি বন্দুক, একটি উন্নতমানের ৭.৬৫ এমএস পিস্তল, ৭টা ৮ এমএম গুলি এবং দুটি ৭.৬৫ এমএম গুলি।

আর কী জানা যাচ্ছে?‌ পুলিশের কাছে জেরায় জেরমান শেখ জানিয়েছে, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে। তাই বাইরে থেকে অস্ত্র নিয়ে আসা হয়েছিল। এগুলি বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিক্রি করে অর্থ উপার্জনের লক্ষ্য ছিল। তবে কাদের বরাত ছিল তার কাছে সেটা কিছু খোলসা করে বলেনি সে। এখন দফায় দফায় জেরা করা চলছে বলে সূত্রের খবর।