Kolkata Metro: অফিসটাইমে আবার পাতালপথে বিভ্রাট, থমকে গেল মেট্রো, নাকাল যাত্রীরা

আজ, মঙ্গলবার অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা। এদিন ব্রেকে বিভ্রাটের জেরে আপ লাইনে সমস্যা দেখা দেয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেট্রো। একদিকে সাময়িক সমস্যা দেখা দেয় দমদমগামী মেট্রোতে। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে কবি সুভাষ থেকে যে ট্রেনগুলি আসছিল। গীতাঞ্জলি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। তাতে তাঁরা নাকাল হন বলে খবর।

ঠিক কী ঘটেছে মেট্রোতে?‌ যান্ত্রিক ত্রুটির কারণে রবীন্দ্র সদনে আটকে পড়ে দমদমগামী মেট্রো। দীর্ঘক্ষণ ওই স্টেশনে আটকে থাকে মেট্রো। যার জেরে আপ লাইনে পরিষেবা ব্যাহত হয়। এই পরিস্থিতিতে ত্রুটিযুক্ত ওই মেট্রোটিকে ফাঁকা করে সরিয়ে দেওয়া হয়। তাতে বেশি সময় লেগে যায়। মেট্রোটি ফাঁকা করার কাজে বেশি সময় লাগায় যাত্রীদের নাকাল হতে হয়। তবে পরিষেবা স্বাভাবিক হতে এখনও খানিকটা সময় লাগবে বলে মেট্রো সূত্রে খবর।

আর কী জানা যাচ্ছে?‌ মঙ্গলবার দুপুর ১টা নাগাদ হঠাৎই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন রবীন্দ্রসদন স্টেশনে আটকে পড়ে। সেই রেকের ব্রেক খারাপ হয়ে গিয়েছিল। তার জেরে আপ লাইনের পরিষেবা বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় স্টেশনে। স্টেশনে স্টেশনে ভিড় বাড়তে থাকে। এদিকে খালি রেকটি নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ময়দান পর্যন্ত গিয়ে সেটা আবার বন্ধ হয়ে যায়।

ঠিক কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?‌ এই ঘটনার পর শোরগোল পড়ে যায় মেট্রো স্টেশনগুলিতে। এই বিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল–কে বলেন, ‘‌রবীন্দ্র সদনে আমাদের ব্রেক সমস্যা দেখা দিয়েছিল। তাই ব্রেক বাইন্ডিংয়ের কাজ চলছিল। তার জেরেই আপ লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে ডাউন লাইনে তেমন কোনও সমস্যা হয়নি।’‌