North Dinajpur: তোলা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা

তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমা মারল দুষ্কৃতীরা। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বাজিতপুর এলাকার। ঘটনার জেরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী এবং তাঁর পরিবার। ওই ব্যবসায়ীর নাম তারক দাস। এলাকারই এক দুষ্কৃতীর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ী। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি রায়গঞ্জ থানার পুলিশ।

অভিযোগ, গতকাল সোমবার রাতে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় আচমকা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। বাড়ির সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ব্যবসায়ীর অভিযোগ, বাড়ির যে দেওয়ালে বোমা মারা হয়েছে তার ঠিক পাশের ঘরেই তিনি বাচ্চাকে নিয়ে শুয়ে থাকেন। তবে শীতের রাত হওয়ায় জানালা বন্ধ ছিল। তবে জানলা খোলা থাকলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত বলে তাঁর আশঙ্কা। বিস্ফোরণের ফলে বাড়ির দেওয়াল ও ছাদের সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। ব্যবসায়ীর অভিযোগ, বচ্চন নামে এক দুষ্কৃতী এই কাজ করেছে। সে তৃণমূলের সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেছেন।

তোলা না দেওয়ার ফলেই বচ্চন বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ তারক দাসের। তিনি জানান, ‘আমরা রাতে ঘুমিয়েছিলাম। সেই সময় বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বিভিন্ন সময় বচ্চন তোলা চেয়েছিল। আমি দুবার তাঁকে টাকা দিয়েছিলাম। সম্প্রতি সে ৫ হাজার টাকা তোলা দাবি করেছিল। কিন্তু আমি দিইনি। তারপর ও আমাকে গুলি করে মারার হুমকি দিয়েছে। ও-ই আমার বাড়িতে হামলা করেছে।’ তারক বাবুর কাকা বিমল দাস বলেন, ‘রাতে ঘরে শুয়েছিলেন আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। ঘর থেকে বেরতেই বারুদের গন্ধ আর ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।’ এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। ঘটনার তদন্ত করছে পুলিশ।