প্লাস্টিকের টুলের মাঝে একটি করে ছিল কেন থাকে? কারণটি জানলে অবাক হবেন

ঘরের ছোটখাটো আসবাব বা রোজকার ব্যবহারের জিনিস, সবেতেই এখন প্লাস্টিক। প্লাস্টিক ছাড়া অনেকের জীবন এখন একরকম অচল বলা যায়। তবে, প্লাস্টিকের জিনিস তৈরিতে বেশ কিছু নিয়মও মেনে চলতে হয়। এই কারণে আমাদের রোজকার জীবনের প্লাস্টিকের জিনিসে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখা যায়। যেমন ধরা যাক, প্লাস্টিকের টুলের ছিদ্র। অনেকেই প্লাস্টিকের টুলে ছিদ্র দেখে কখনও না কখনও এই নিয়ে ভেবেছেন। কেন এই ছিদ্র তা জানার চেষ্টা করেছেন।

চেয়ারের মতো রোজকার জীবনে প্লাস্টিকের তৈরি বেশ কিছু জিনিস ব্যবহার করতে হয়। এই জিনিসগুলি তৈরির সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। নয়তো জিনিসগুলি বাজারে সাধারণ মানুষের ব্যবহারের জন্য আনা যায় না। সাধারণের ব্যবহারের সময় যাতে কারও ক্ষতি না হয়, তাই এই নিয়ম মেনে চলতে হয়। প্লাস্টিকের টুল মাঝখানের ছিদ্ররও তেমনই কিছু কারণ থাকে।

অনেকে এই ছিদ্রর কারণ জানতে চান। অনেকে ভাবেন, এই ছিদ্র হাত দিয়ে টুলটা তোলার জন্য করা হয়। এটা ঠিক, যে টুলে একটি ছিদ্র থাকলে টুল টেনে তুলতে সুবিধা হয়। তবে, এই সুবিধার জন্য ছিদ্র করা হয় না। বরং এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে।

প্লাস্টিকের টুলের মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে না। এতেই বেশ কিছু সমস্যা তৈরি হয়। অনেক সময় প্লাস্টিকের টুল একসঙ্গে রাখতে সুবিধা হয়। তবে এরপর টুল টেনে খুলতে অসুবিধা হয়। এর কারণ বায়ু চলাচলের সমস্যা। বায়ু চলাচল করতে পারে না বলে দুটো টুলের মধ্যে কোনও বায়ু থাকে না। এতে দুটো টুলের বাইরের বায়ুর চাপ বেশি হয়। সে কারণেই টুল টেনে তুলতে সমস্যা হয়। ছিদ্র থাকলে বায়ু সহজে চলাচল করতে পারে। এতে টুলটি টেনে তুলতে সুবিধা হয়।

এছাড়াও, ছিদ্র রাখার আরেকটি কারণ রয়েছে। অনেকেই টুলের উপর দাঁড়িয়ে নানরকম কাজ করেন। এতে টুলটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। প্লাস্টিকের জিনিস ভঙ্গুর বলে এই সমস্যা হয়। টুলের মধ্যে ছিদ্র থাকলে ভেঙে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। কারণ এতে বায়ু চলাচল করতে সুবিধা হয়। এই কারণে টুল কেনার ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখা উচিত। এমন ছিদ্র থাকলে টুল ব্যবহারে অনেক সুবিধা হয়।