শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন ‘ইয়েস ইউ ক্যান’: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ‘‘ইয়েস উই ক্যান’’। মেট্রোরেল করে তিনি আবারও প্রমাণ করেছেন, ‘‘ইয়েস ইউ ক্যান’’। কেন আমরা পারবো না? আমরা বীরের জাতি। বিশ্বব্যাংক অপবাদ দিতে পারে, তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।’

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‌‘আজ বাংলাদেশের জনগণের জন্য একটি আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণের দিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ একের পর এক স্বাধীনতার সুবর্ণ ফসল অর্জন করছেন। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি হিরন্ময় পালক। আজ দিকে দিকে ধ্বনিত হচ্ছে শেখ হাসিনার অর্জন, গণপরিবহনে মেট্রোরেল সংযোজন। শেখ হাসিনার অবদান, বাংলাদেশে ঢাকার মেট্রোরেল দৃশ্যমান।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘মনে অনেকেরই জ্বালা, অন্তর জ্বালায় মরে। অন্তর জ্বালা কেন? তারা বলছে, শেখ হাসিনা জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করেছে! জোড়াতালি দিয়ে হয়েছে? এখন যাচ্ছেন কেন সমাবেশ করার জন্য? তিন ঘণ্টায় খুলনায় চলে গেলেন। জীবনে পেরেছেন? বড় বড় কথা, বিষোদগার, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ, আমরা প্রস্তুত।’

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে দিকে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের ‌‘সি-১’ ব্লকের খেলার মাঠে  মেট্রোরেলের উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা-১৮ আসনের এমপি হাবীব হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকার বাংলাদেশের প্রতিনিধি ইচিগুচি তমুহিদে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।