Awas Yojona: যোজনায় মাত্র ১৬% বাড়ির অনুমোদন, বাকি ৮৪% নিয়ে কড়া নির্দেশ নবান্নের

কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমা যত কাছে এগিয়ে আসছে তত অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের। ৩০ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকের নামের অনুমোদন দিতে হবে জেলাগুলিকে, নবান্ন থেকে এই নির্দেশ দেওয়া হলেও অর্ধেকেরও বেশি বাড়ি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ৩০ ডিসেম্বর হতে আর মাত্র দু’দিন বাকি এর মধ্যে জরুরি ভিত্তিতে অনুমোদন দিতে বলা হল নবান্নর তরফে।

সূত্রের খবর, কাজের অগ্রগতি কতদূর তা খতিয়ে দেখতে জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব। সেই বৈঠকে মুখ্যসচিব জানান, জেলা থেকে মাত্র ১৬ শতাংশ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ৮৪ শতাংশ অনুমোদন দেওয়ার কাজ আগামী দু’দিনের মধ্যে শেষ করতে হবে বলে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

কেন্দ্রের থেকে ১১ লক্ষ ২৪ হাজার বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে রাজ্য সরকার। কিন্তু সূত্রের খবর, এখনও পর্যন্ত ১লক্ষ ৮১ হাজার বাড়ির অনুমোদন দেওয়া গিয়েছে। এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, ঝাড়াই-বাছাই করতে গিয়ে আগের তালিকা থেকে বহু নাম বাদ পড়েছে। ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর জেলাগুলি থেকে ৪০ শতাংশেরও বেশি নাম বাদ গিয়েছে আগের তালিকা থেকে। মালদহ থেকেও ৩০ শতাংশের বেশি নাম বাদ গিয়েছে। ফলে কেন্দ্রের দেওয়া সময়সীমার একবারে শিয়রে এসে পড়েছে। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, ৩০ ডিসেম্বরের মধ্যে বাড়ির অনুমোদন দেওয়ার পাশাপাশি মার্চ মাসের মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এরই উপর ভিত্তি করে রাজ্যের তরফেও বেশ কিছু নির্দেশিকা তৈরি করা হয়। সেই নির্দেশিকার মেনেই জেলায় আবাস যোজনার কাজ চলছে। প্রতি মাসে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠকও চলছে। যে কোনও পরিস্থিতিতে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয় না, তবে টাকা ফেরত যাবার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় রাজ্যের চাইছে, সময়সীমা মেনেই কাজ শেষ করতে।