Bratya Basu: UGC-র কমিটিতে ১জনও প্রতিনিধি নেই রাজ্যের ৪০ বিশ্ববিদ্যালয়ের, ক্ষুব্ধ ব্রাত্য

রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বাদ রাখার অভিযোগ তুলে টুইট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, সম্প্রতি অঞ্চল ভিত্তিক একাধিক কমিটি তৈরি করেছে ইউজিসি। কিন্তু উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের কমিটিতে বাংলার একজনও প্রতিনিধি নেই।

টুইটে তিনি দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে অঞ্চল ভিত্তিক মোট ৫টি কমিটি তৈরি করেছে। এই কমিটি ইউজিসি নির্দেশিত পথে কাজ করবে। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ৭ সদস্যের কমিটিতে বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের এক জনও প্রতিনিধি নেই। সেই টুইটে তিনি আরও লিখেছেন, এই ঘটনা ঘটছে এমন একটা সময়ে যখন ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ’-এর সভাপতি রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর পর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, পক্ষপাতদুষ্ট ইউজিসি এবং সন্দেহজনক তাদের গতিবিধি।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের অধীনে থাকা ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে মনোনয়ন চেয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ করা হয়েছে, এর জন্য যে সার্চ কমিটি তৈরি করা হয়েছে সেই সার্চ কমিটিতে ইউজিসি-র কোনও প্রতিনিধি নেই। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একে অবৈধ ঘোষণা করেছে। সেই বিতর্কের মধ্যেই ইউজিসিকে প্রক্ষপাত দুষ্ট বলে শিক্ষামন্ত্রীর এই টুইট।