Howrah-NJP Vande Bharat Express Food: সত্যিই কি পোস্তর বড়া পাবেন হাওড়া-NJP বন্দে ভারতে? কী কী থাকতে পারে মেনুতে?

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে তো চড়বেন। কী কী খাবার থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকের দাবি, মেনুতে নাকি পোস্তের বড়া থাকবে। যদিও রেল সূত্রে খবর, সেরকম কিছু থাকছে না। তবে যাবতীয় বাঙালি মেনু থাকবে বলে রেল সূত্রে খবর মিলেছে।

কী কী থাকছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের মেনুতে?

সূত্রের খবর, প্রাথমিকভাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah-NJP Vande Bharat Express) মেনুতে বাসমতি চালের ভাত, ডাল, তরকারি থাকবে। সেইসঙ্গে ঘুরিয়ে-ফিরিয়ে থাকবে মাছের ঝোল, ফিশ ফ্রাই এবং মুরগির মাংসের মতো খাবার। সেইসঙ্গে চা এবং কফি মিলবে। তবে বিষয়টি নিয়ে রেলের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। 

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু

আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) হাওড়া থেকে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রেল সূত্রে খবর, সেদিন থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক পরিষেবা শুরু হবে না। আগামী ১ জানুয়ারি (রবিবার) বাণিজ্যিকভাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু হতে চলেছে।

আরও পড়ুন: Howrah-NJP Vande Bharat Express: হাওড়ায় বন্দে ভারতে উঠে হিন্দি গানে উদ্দাম নাচ ‘BJP কর্মীদের’, শুরু তুমুল বিতর্ক

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘৩০ ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ সেইসঙ্গে তিনি জানান, রোজ চলবে না বন্দে ভারত এক্সপ্রেস। সপ্তাহে ছ’দিন চলবে ভারতের সেমি-হাইস্পিড ট্রেন। তবে রেলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সূচি জানানো হয়নি।

আরও পড়ুন: Howrah-NJP Vande Bharat Express Fare: শতাব্দীর থেকে কত বেশি ভাড়া বন্দে ভারত এক্সপ্রেসে? চেয়ার কারে কত খরচ পড়তে পারে? 

তবে এখনও নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াতে পারবে বন্দে ভারত এক্সপ্রেস। বরং শতাব্দী এক্সপ্রেসের যেমন গতি, সেরকমই গতির কাছাকাছিই দৌড়াবে। পরবর্তীতে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের গতি আরও বাড়বে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, রেলের ট্র্যাকের উন্নয়ন করা হচ্ছে। তার ফলে আরও কম সময় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সেক্ষেত্রে আপাতত যে সাড়ে সাত ঘণ্টা লাগবে বলে ঠিক আছে, সেটা আরও কমে যেতে পারে।