Jorabagan: দরজা বন্ধ ঘরের ভিতর থেকে মিলল বৃদ্ধের মৃতদেহ, আশঙ্কাজনক মহিলা

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডেকে কোনও সাড়া মেলেনি। দরজা ভাঙতেই দেখা গেল মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধ ও অসুস্থ দম্পতি। দুজনের মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি জোড়াবাগান থানা এলাকার মানিক বসুঘাট স্ট্রিটের। মৃতের নাম দেবব্রত চৌধুরী (৭৮)। তাঁর স্ত্রী স্বস্তিকা চৌধুরী (৭৫) বর্তমানে আর জি কর হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির কোনও সন্তান ছিল না। তাছাড়া তাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। দিন কয়েক আগেই ওই বৃদ্ধ পড়ে গিয়েছিলেন। তার ফলে তাঁর শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর তাঁর পরিজনরা তাঁকে চিকিৎসার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যোগাযোগ করে। সেইমতো মঙ্গলবার ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষার জন্য লোক আসে। কিন্তু, তারা বাড়িতে দেখেন বৃদ্ধ দম্পতির ঘরের দরজা বন্ধ রয়েছে। সেখানে অনেক ডাকাডাকি করেও তাঁদের কোনও সাড়া পাননি। পরে দরজা ভেঙে দেখেন দুজনেই মেঝেতে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃদ্ধকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে মহিলার অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গিয়েছে, বৃদ্ধার একটি প্রিন্টিং প্রেস ছিল। সেটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে ১০ বছর আগে বিক্রি করে দিয়েছিলেন। তিনি যে বহুতলে থাকতেন সেটির তিনতলায় তাঁরা থাকতেন। বাড়ির অন্যতলায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকতেন। পুলিশ জানিয়েছে, আত্মীয়রা তাদের দেখাশোনা করতেন। সন্তান না থাকার কারণে সম্ভবত তাঁরা অবসাদে ভুগছিলেন। ঘটনাস্থল থেকে প্রচুর ওষুধ খুঁজে পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।