Lionel Messi Gifts Signed Argentina Jersey To MS Dhoni’s Daughter Ziva Dhoni


রাঁচি: ছোটবেলা স্বপ্ন দেখতেন, তিনি ফুটবলার হবেন। তাঁর বায়োপিকেও দেখা গিয়েছিল যে, স্কুলের দলে গোলকিপার হিসাবে খেলছেন। মহেন্দ্র সিং ধোনি বরাবরই ফুটবলের দারুণ ভক্ত। অনুশীলনের মাঝেও সুযোগ পেলেই ফুটবল নিয়ে নেমে পড়তে দেখা যায় তাঁকে। নিজেও ছোটবেলায় চুটিয়ে ফুটবল খেলেছেন।

এবার সেই ধোনির মেয়ে জীভার জন্য উপহার এল ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের মহাতারকার থেকে।

বিশ্বকাপে আর্জেন্তিনা (Argentina) ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) নামে জয়ধ্বনি দিচ্ছে গোটা বিশ্বের কোটি কোটি ভক্ত। আর্জেন্তিনার ভক্ত ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র ধোনিও (Mahendra Singh Dhoni)। তাঁর মেয়ে ছোট্ট জিভা এবার শিরোনামে।

আর্জেন্তিনা থেকে জিভার জন্য জার্সি পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে খুদে জিভা। মেসি সেই জার্সিতে লিখেছেন, ‘জিভার জন্য’। সেই জার্সি পরে দারুণ খুশি ধোনির মেয়ে। বড়দিনে এমন উপহার পেয়ে উচ্ছ্বাসে ভাসছে খুদে। জিভার ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে’। ছবিতে দেখা গিয়েছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ।

 


জন্মদিনের পার্টিতে মেসি

বিশ্বকাপ জয়ের পর থেকে তাঁকে ঘিরে গণউন্মাদনা। লিওনেল মেসি (Lionel Messi) যেখানেই যাচ্ছেন, ঘিরে ধরছে জনতা। চলছে তাঁর নামে জয়োধ্বনি।

মঙ্গলবার ভাই রদ্রিগোর মেয়ের ১৫তম জন্মদিনে গিয়েছিলেন মেসি। সঙ্গী স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। কেন্টাকিতে মেসি যখন পৌঁছন, রাত ৯টা বাজে। নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন মেসি। কাতার থেকে ফেরার পর মেসির বাড়ির সামনে সারাদিন ধরেই ভিড়। মেসি নিজে গাড়ি চালিয়ে বেরতেই জনতা তাঁর নামে জয়োধ্বনি দিতে শুরু করে। গান শুরু হয়, ‘ওলে ওলে ওলে, লিও লিও’। মেসি ভক্তদের দিকে হাসিমুখে হাত নাড়েন।

মেসির পরনে ছিল সাদা শার্ট। আন্তোনেলা পরেছিলেন কালো পোশাক। তাঁদের তিন পুত্র থিয়াগো, মাতেও ও সিরোকে দেখা গিয়েছে পার্টির মেজাজে।                                                                                                        

এদিনই আবার ছিল আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের ডিফেন্ডার নিকালোস ত্যাগলিফিয়াকোর বিয়ে। দীর্ঘদিনের বান্ধবী কারোলিনা কালভাগনিকে বিয়ে করলেন তিনি। কিন্তু ভাইঝির জন্মদিনের জন্য সেই অনুষ্ঠানে যেতে পারেননি মেসি।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জাতীয় দলে ঢুকে পড়লেন বাংলার মুকেশ