Paschim Bardhaman: গৃহশিক্ষকের সঙ্গে পিকনিক করতে গিয়ে অজয়ের জলে তলিয়ে গেল কিশোর!

বর্ষশেষের দিকে এখন উৎসবের মেজাজ কেউ পিক দিতে যাচ্ছেন, আবার কেউ ভ্রমণে বেরোচ্ছেন। আর সেই পিকনিকে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল। টিউশন শিক্ষকের সঙ্গে পিকনিকে গিয়ে অজয় নদের জলে তলিয়ে গেল কিশোর। মৃত কিশোরের নাম সন্দীপ বারুই (১৬)। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার দেউলে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে কিশোরের দেহ উদ্ধার হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপ দুর্গাপুরের বেনাচিতির সুভাষপল্লীর বাসিন্দা। বুধবার সকালে টিউশন শিক্ষকের সঙ্গে দেউলে পিকনিক করতে গিয়েছিল সন্দীপ। বন্ধুদের সঙ্গে অনেক ঘোরাঘুরির পরে সে স্নান করতে অজয়ের জলে স্নান করতে নামে। তার সঙ্গে ছিল আরও দুই বন্ধু। আর স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, সাঁতার জানত না সন্দীপ। এরপরে জলে নামার পরেই সে তলিয়ে যায়। এদিকে, তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করে। ঘটনাক্রমে তারাও সাঁতার জানত না। ফলে তারাও ভয়ে জলে নামতে পারেনি। তাদের চিৎকার চেঁচামেচিতে সেখানে অন্যান্যরা ছুটে আসে। উদ্ধারকার্যে নামে স্থানীয়রা। এদিকে, খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় অবশেষে উদ্ধার হয় কিশোরের নিথর দেহ। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় জন্য স্থানীয়রা অবৈধভাবে বালি পাচারকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, এই নদে অবৈধভাবে বালি উত্তোলন হয়ে থাকে। যার জেরে অনেক গর্ত তৈরি হয়েছে একাধিক জায়গায়। তারফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ী হয়নি।