Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার বাড়ি কী ভাবে? জেলাশাসকদের ২২ দফার বেশি গাইডলাইন দিল নবান্ন

কেন্দ্রের নির্দেশিকা মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের রূপায়নে চূড়ান্ত গাইডলাইন তৈরি করল নবান্ন। ২২ দফার বেশি এই গাইডলাইন জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। এই গাইডলাইন মেনে আবাস যোজনার কাজ সম্পন্ন করার জন্য জেলাশাসকদের বলা হয়েছে।

রূপরেখায় বলা হয়েছে, তালিকা মাফিক অর্থ বরাদ্দের ৯০ দিনের বাড়ি নির্মাণের কাজ শেষ করতে হবে। এখন থেকেই পঞ্চায়েত স্তরে বাড়ি নির্মাণের জন্য ইটভাটা থেকে সরাসরি উপভোক্তাদের ইট সরবরাহের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া নির্মাণের অন্যান্য সামগ্রী সরাসরি ডিলার বা সাপ্লায়ারদের কাছে থেকে কেনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নির্মাণ নজরদারিতে কন্ট্রোলরুম

নির্মামের কাজে নজরদারিতে ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু করতে হবে। যার লক্ষ্য হবে আবাস যোজনায় উপভোক্তাদের নির্মাণকাজে সহায়তা। এ ছাড়া নির্মাণ কাজে তদারকির জন্য প্রত্যেক মাসে ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত আবাস সপ্তাহ করতে হবে।

গৃহহীনদের জমি চিহ্নিতকরণ

উপভোক্তাদের মধ্যে যারা গৃহহীন তাদের জন্য সরকারি জমি চিহ্নিতকরণের কাজ করার জন্য বিএলআরওদের দ্রুত পরিকল্পনা করতে বলা হয়েছে। এছাড়া মহকুমা থেকে জেলাশাসক স্তুরে নিয়মিত পর্যালোচনা করতে হবে।

জিও ট্যাগিং

তালিকা ধরে পরিদর্শনে যাওয়ার সময় বাড়ি ধরে জিও ট্যাগিং করতে হবে। বরাদ্দ টাকা খরচের আগে এই জিও ট্যাগিং শেষ করা বাধ্যতামূলক।

প্রতিটি বাড়িতে শৌচালয়

বাড়ি নির্মাণের জন্য তিন দফায় নির্মাণের কাজ শেষ করতে হবে। প্রতিটি বাড়িতে শৌচালয় করতে হবে। স্বচ্ছ ভারত মিশনের টাকায় শৌচালয় করে দিতে হবে। বাড়ির চারদিকে গাছ দিয়ে বেড়া দিতে হবে। ১০০ দিনের টাকায় যাতায়াতের পথ তৈরি করে দিতে হবে।