Gautam Gambhir: Virat Kohli, Rohit Sharma Should Not Skip ODIs In A World Cup Year


নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে ২০২৩। আর আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023)। ২০১১ সালের পর থেকে ১১ বছর কেটে গিয়েছে। বিশ্বকাপ জেতেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০০৭ সালের পর থেকে খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শেষবার ওয়ান ডে বিশ্বকাপ এসেছিল ঘরের মাঠেই। এবার ২০১১ সালের পুনরাবৃত্তি হয় কি না, তা দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।

আর বিশ্বকাপের বছরে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) কোনও ওয়ান ডে ম্যাচ এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মনে করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই টুর্নামেন্টে ফাইনালের অন্যতম নায়ক গম্ভীর। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমাদের ঠিক করে নিতে হবে দলের মূল খেলোয়াড় কারা। এখন আর পরীক্ষানিরীক্ষার জায়গা নেই। সম্প্রতি খুব বেশি পরিবর্তন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওয়ান ডে বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার আর জায়গাই নেই। দলের যারা প্রধান ক্রিকেটার, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি – এদের ধারাবাহিকভাবে সব ম্যাচে খেলতে হবে। এখন আর বিরতি নেওয়ার জায়গাই নেই। বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই।’

গম্ভীর এখানেই থেমে থাকেননি। বলেছেন, ‘দেখা যাবে বিশ্বকাপ এসে গিয়েছে আর তখনও দলগঠন সম্পূর্ণ হয়নি। খুব বেশি পরিবর্তন হলে তা ভাল নয়। গত দুটি বিশ্বকাপে সেটা দেখা গিয়েছে। আশা করছি রোহিত-কোহলিরা এখন আর বিশ্রাম নেবে না। বিশেষ করে পঞ্চাশ ওভারের ক্রিকেটে।’

প্রসঙ্গত, সম্প্রতি রোহিত হোক বা কোহলি, একাধিক সিরিজে বিশ্রাম নিয়েছেন। ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলার নীতি নিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ও। যে নীতির বিরোধিতা করছেন গম্ভীর।

 


আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন