Jyotipriyo Mullick: ‘‌মোদীজি পর্যন্ত মমতাকে সমীহ করেন’‌, প্রধানমন্ত্রীর সফরের আগে মন্তব্য বনমন্ত্রীর

এখন রাজ্যজুড়ে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তার মধ্যে আজ, বৃহস্পতিবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন উত্তরবঙ্গের বনাঞ্চলে গিয়ে কীভাবে সেটাকে আরও ঢেলে সাজানো যায়, তা নিয়ে বনকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। এমনকী উদ্বোধন করলেন নয়া পর্যটন লাইনের।

ঠিক কী বলেছেন বনমন্ত্রী?‌ বছর ঘুরলেই দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। সেখানে গেরুয়া শিবিরের লাফালাফি নিয়ে তাঁরা বিশেষ ভাবিত নন বলেই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতা। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গ টেনে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘মোদীজি পর্যন্ত মমতাকে সমীহ করেন। কারণ, উনিও জানেন মমতার শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের মা। তাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো মুশকিল। এটা মোদীও জানেন।’

আবাস যোজনা নিয়ে কী বললেন জ্যোতিপ্রিয়?‌ প্রধানমন্ত্রী আবাস যোজনায় শাসকদলের নেতার নাম, স্ত্রীর নাম প্রকাশ্যে আসছে। এই নিয়ে বনমন্ত্রীর পর্যবেক্ষণ, ‘দু–একটা ভুল হলে সংশোধন করতে হবে। তবে প্রকৃতরা যাতে পরিষেবা পান, সেদিকে নজর দিতে হবে। তা বলে পঞ্চায়েত অফিসে তালা দেব, প্রধানকে আক্রমণ করবেন, পুলিশকে মারবেন, বিডিও–কে চেয়ার ছুঁড়ে মারতে যাবেন— এই হঠকারি মানুষ বরদাস্ত করবেন না। কিন্তু বিজেপি সেটাই করছে। গরিব মানুষের কোনও রং হয় না। তাদেরকে উস্কে এরকম করে ক্ষমতায় আসা যাবে না। সেটা মনে রাখলে ভাল হয়।’

শুভেন্দু–সুকান্ত রাজ্য সরকারকে আক্রমণ করছে। আপনার প্রতিক্রিয়া?‌ জবাবে জ্যোতিপ্রিয় মল্লিকের সরাসরি জবাব, ‘ওই তো তিন–চারটে লোক। ওরা কেমন করে মমতাকে ট্র্যাকল করবে। লড়তে হলে আগে অভিষেকের সঙ্গে লড়ে দেখাক। ওকে নিয়ে আমার ভাবছি না। কারণ, শুভেন্দুকে পাল্টা দিচ্ছে দিলীপ ঘোষ। ওকে সামলানোর জন্য দিলীপদাই যথেষ্ট। দলের সাংগঠনিক ক্ষমতা না থাকলে কেউই কাজ করতে পারবেন না। তারা বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য। বিজেপির এখন সেই অবস্থা।’