watch on left hand: বাম হাতেই কেন ঘড়ি পরেন বেশিরভাগ মানুষ, কারণটা জেনে রাখা ভালো

ডান হাতে না বাম হাতে? কোন হাতে ঘড়ি পরা ভালো, এই নিয়ে অনেকেই ভাবেন। বেশিরভাগ সময়েই দেখা যায়, লোকে ডান হাতে ঘড়ি পরেন না। বরং বাম হাতে ঘড়ি পরতে ভালোবাসেন অনেকে। এর থেকে অনেকের মনেই প্রশ্ন আসে, এর পিছনে কী কোনও বৈজ্ঞানিক কারণ আছে? এর কারণ কী? চলুন জেনে নেওয়া যাক, কেন অনেকেই ডান হাতে ঘড়ি পরেন বেশিরভাগ সময়।

নিজেকে আত্মবিশ্বাসী ও সুন্দর দেখানোর জন্য আমরা প্রত্যেকেই কিছু না কিছু করি। বাইরে বেরোলে পোশাকেআশাকে নিজেকে ফিট করে তোলার চেষ্টা করি। পাশাপাশি চলনবলন ও কথাবার্তায় নিজেকে মার্জিত করে তোলার চেষ্টাও থাকে। বাইরে বেরোনোর আগে খুব ছোটাখাটো জিনিসেও আমাদের চোখ থাকে। যত্ন থাকে‌ সাজে। ঘড়িও কিন্তু এর বাইরে পড়ে না‌। বরং ঘড়ি নিয়ে নানা মানুষের নানারকম শখও থাকে।

হাতে ঘড়ি পরার শখ বহুদিনের। শুধু তাই নয়, ঘড়ি কেনার সময় দাম ও নকশা বাছা নিয়েও নানারকম খুঁতখুঁত ভাব থাকে। অনেকে একটু দাম বেশি দিয়েও মন মতো ঘড়ি কেনেন। কেউ কেউ আবার প্রথম চাকরির মাইনে খরচ করেন প্রিয় ঘড়িটি কিনতে। তেমন ঘড়ি কেনার পর পরা নিয়েও একটু খুঁতখুঁত ভাব থাকবেই, তাই না!

ঘড়ি কোন হাতে পরবেন সেটা সম্পূর্ণ নিজের পছন্দ। এই নিয়ে কোনও লিখিত নিয়ম নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মানুষ বাম হাতে ঘড়ি পরতে পছন্দ করেন। খুব কম সংখ্যক হলেও কেউ কেউ ডান হাতে ঘড়ি পরেন। এর জন্য দেখতেও বেশ সুন্দর লাগে। তবে বাম হাতে ঘড়ি পরার পিছনে কিছু যুক্তিযুক্ত কারণ রয়েছে।

বেশিরভাগ মানুষই ডান হাত দিয়ে রোজকার কাজগুলি করে থাকেন। সাধারণ কাজ করার পাশাপাশি জল লেগে যেতে পারে এমন কাজও ডান হাত দিয়ে করতে হয়। তাদের ক্ষেত্রে বাম হাতে ঘড়ি পরাই সুবিধাজনক। এতে ঘড়িতে জল লেগে বা আঘাত লেগে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। বরং ডান হাতে কাজ করার সময় ঘড়ি পরলে তাতে জল ঢুকে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ঘড়ি সারানোও কঠিন হয়ে পড়ে। এছাড়াও ডান হাতে বেশি কাজ করা হয় বলে এই হাতে ঘড়ি পরলে দেখতেও বেশ সমস্যা হয়। সময় দেখতে সুবিধে হয় বলেই অনেকে বাম হাতে ঘড়ি পরেন। তবে এটাও ঠিক যে, এই নিয়ে কোনও বাঁধাধরা নিয়ম নেই।