গণমিছিলের প্রস্তুতি বিএনপির, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয়তাবাদী দল বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিল সফল করতে দলটির পক্ষ থেকে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া বিএনপির গণমিছিল ঘিরে যাতে কোনও ধরনের নাশকতা না হতে পারে সেজন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নয়াপল্টনের আশপাশ এলাকা ঘুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ফকিরাপুল মোড়ে দুটি জলকামান, দুটি সাঁজোয়া যান, দুটি প্রিজন ভ্যানসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে আছে। এছাড়া কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে জলকামানসহ অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে বিএনপি’র গণমিছিল বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয় সামনে অবস্থান করেছে নেতাকর্মীরা।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাইয়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি’র গণমিছিল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি আছে। এছাড়া তাদেরকে নির্দিষ্ট সড়ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা এই রুটেই গণমিছিল করবেন বলে আশা করি।

ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি গণমিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনও চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি’র গণসমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে অসংখ্য গোয়েন্দা কাজ করছে।