Joka-Taratala Metro Timings: জোকা-তারাতলা রুটে প্রথম ও শেষ মেট্রো কখন পাবেন? দেখুন পুরো সময়সূচি

দিনে মাত্র ১২ টি মেট্রো জোকা-তারাতলা লাইনে। আপ অভিমুখে চলবে ছ’টি মেট্রো। ডাউন অভিমুখেও ছ’টি মেট্রো চলবে। প্রান্তিক স্টেশন থেকে এক ঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়ালি জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জোকা-তারাতলা রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে জোকা-তারাতলা মেট্রো উদ্বোধনের কথা থাকলেও মা হীরাবেনের প্রয়াণের কারণে কলকাতা সফর বাতিল করেন দেন। তবে নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকেন। আমদাবাদ থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক রেল প্রকল্পের পাশাপাশি জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করেন মোদী।

কবে থেকে জোকা-তারাতলা মেট্রো লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে?

আজ উদ্বোধন হলেও জোকা-তারাতলা লাইনে মেট্রোয় চড়ার জন্য আমজনতাকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার (২ জানুয়ারি) থেকে যাত্রী সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তবে মেট্রো পরিষেবা বেশিক্ষণ মিলবে না। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে।

জোকা-তারাতলা মেট্রো লাইনে কতগুলি স্টেশন আছে?

জোকা থেকে তারাতলার দূরত্ব ৬.৫ কিলোমিটার। ওই যাত্রাপথে মোট ছ’টি স্টেশন আছে – জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।

জোকা-তারাতলা মেট্রো লাইনে রোজ পরিষেবা মিলবে?

আপাতত জোকা-তারাতলা লাইনে প্রতিদিন মেট্রো চলবে না। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা মিলবে। একটি ট্রেনই জোকা থেকে ছাড়বে। তা আবার তারাতলা থেকে ফিরবে। 

শনিবার এবং রবিবার পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। আপাতত সপ্তাহে একদিন (রবিবার) ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে পরিষেবা মেলে না। নর্থ-সাউথ করিডরে রোজই পরিষেবা মেলে। শুধু শনিবার এবং রবিবার মেট্রোর সংখ্যা কমে যায়।

জোকা থেকে মেট্রোর সময়

প্রতিদিন (সোমবার থেকে শুক্রবার) জোকা থেকে মাত্র ছ’টি মেট্রো ছাড়বে। কখন কখন মেট্রো ছাড়বে, তা দেখে নিন – সকাল ১০ টা, সকাল ১১ টা, বেলা ১২ টা, দুপুর ৩ টে, বিকেল ৪ টে এবং বিকেল ৫ টা। 

তারাতলা থেকে মেট্রোর সময় 

তারাতলা থেকেও প্রতিদিন (সোমবার থেকে শুক্রবার) ছ’টি মেট্রো চলবে। সেখান থেকে ট্রেন ছাড়বে – সকাল ১০ টা ৩০ মিনিট, সকাল ১১ টা ৩০ মিনিট, বেলা ১২ টা ৩০ মিনিট, দুপুর ৩ টে ৩০ মিনিট, বিকেল ৪ টে ৩০ মিনিট এবং বিকেল ৫ টা ৩০ মিনিটে।