Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের, মঞ্চে উঠলেন না মমতা

আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী প্রয়াত হওয়ায় তিনি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে কলকাতায় আসতে পারেননি। তাই এখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী–সহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে উদ্বোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের। সেখানে অর্থাৎ হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল। আর মুখ্যমন্ত্রীকে দেখে অনুষ্ঠান মঞ্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন সেখানে হাজির বিজেপি কর্মী–সমর্থকরা। আর তাতেই তাল কাটল অনুষ্ঠানের। প্রশ্ন উঠে গেল, এটা সরকারি অনুষ্ঠান নাকি দলের কর্মসূচি?‌ আর তাতেই অস্বস্তিতে পড়েন কেন্দ্রীয় মন্ত্রীরা।

ঠিক কী ঘটল হাওড়া স্টেশনে?‌ এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপি কর্মী–সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দেয়। আর তাতে প্রবল চোটে যান মুখ্যমন্ত্রী। এই ঘটনার পরেই মঞ্চে উঠতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেননি। তাঁকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সাংসদ সুভাষ সরকার। বিজেপি কর্মীদেরও শান্ত থাকার বার্তাও দেন বিজেপি সাংসদ। এই পরিস্থিতি দেখে এগিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু মঞ্চে উঠতে রাজি হননি মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত মঞ্চের নীচে সরকারি আমলাদের সঙ্গে বসেন তিনি। এমনকী ভাষণও দিলেন মঞ্চের নীচে দাঁড়িয়েই।

আর কী দেখা গিয়েছে?‌ আজ, শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ অনুষ্ঠান মঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের দু’জনকে কথা বলতে দেখা গিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। মুখ্যমন্ত্রী, রাজ্যপালের উপস্থিতিতে হাওড়া থেকে শুরু হল বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা। হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে গড়াল চাকা। নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে রওনা হল ট্রেনটি।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এদিন সকালেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মা প্রয়াত হওয়ায় তিনি শোকপ্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই মোদীকে সমবেদনা জানালেন মমতা। মায়ের শেষকৃত্য সম্পন্ন করেই ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী। তাই অনুষ্ঠান ছোট করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌আমি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূত্রপাত হয়েছিল। আজ সেই ট্রেন উদ্বোধন হওয়ায় আমি খুশি। আমি জানি না কী ভাবে আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাব। আপনার মা মানে আমাদেরও মা। আমার মায়ের কথাও মনে পড়ছে আজ।’‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী নতুন এই বন্দে ভারতের রুট চালু করা হয়েছে বলে উল্লেখ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।