PM Modi: গঙ্গার ধারে ভেষজ চাষ, হবে নদী পর্যটন,সোনার বাংলার স্বপ্ন বুনছেন মোদী

জাতীয় গঙ্গা পরিষদের মিটিংয়ে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে শুক্রবার  তিনি সশরীরে কলকাতায় উপস্থিত হতে পারেননি। ভোররাতে মা হীরাবেন মোদী প্রয়াত হয়েছিলেন। তা সত্ত্বেও তিনি মায়ের শেষকৃত্যে অংশ নিয়েই বাংলার একের পর এক সরকারি প্রকল্পের উদ্বোধনের কাজে অংশ নেন। নমামি গঙ্গের মতো বিরাট প্রকল্পকে বাংলায় সফল করতে এদিনও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিলেন মোদী।

এদিন মিটিং শেষ করে টুইট করেছেন তিনি। মোদী লিখেছেন, ন্যাশানাল গঙ্গা কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় সুযোগ পাওয়া গিয়েছে। গঙ্গাকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি ছোট শহরে নিকাশি ট্রিটমেন্ট প্লান্ট করার ব্যাপারেও আলোচনা হয়েছে।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, গঙ্গা তীরবর্তী এলাকায় নানা ধরনের ভেষজ চাষের উপর জোর দেওয়া হবে। পাশাপাশি নদীকে কেন্দ্র করে যাতে পর্যটনের বিকাশ হয় সেদিকেও নজর দেওয়া হবে। এখানে পর্যটনের বিকাশ হলে স্থানীয় বাসিন্দাদের জীবিকারও উন্নতি হবে। লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

তাঁর এই টুইটের জবাবে এক অধ্যাপক লিখেছেন, নদীর ধারে ভেষজের চাষ অত্যন্ত ভালো প্রস্তাব। এর মাধ্যমে আমরা নানা দুর্লভ গাছ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পাব।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারতের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। সেখানেও তিনি নমামি গঙ্গে প্রকল্পের নানা দিক সম্পর্কে তুলে ধরেন। গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে তিনি নানা ভাবনাকে তুলে ধরেছিলেন। বিশেষত নিকাশির নোংরা জল যাতে গঙ্গাকে দুষিত করতে না পারে সেব্য়াপারেও মতামত দেন তিনি।

এর সঙ্গেই এদিন মোদী আদি গঙ্গাকে বাঁচানোর কথাও উল্লেখ করেন। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গঙ্গাকে সচ্ছতা রাখার জন্য় একাধিক প্রকল্পের সূচনার সুযোগও মিলেছে। পশ্চিমবঙ্গে ১১ প্রজেক্ট আগেই হয়ে গিয়েছে। আদি গঙ্গা নদীর পুনরুদ্ধার করা হবে। আমাকে বলা হয়েছে আদি গঙ্গা নদী দুর্ভাগ্য়জনকভাবে খুব খারাপ হয়ে গিয়েছে। পুরো দুষিত হয়ে গিয়েছে। এটা পরিষ্কার করা হবে। বেশি বেশি আধুনিক নিকাশি ব্যবস্থা করতে হবে।

আদি গঙ্গাকে বাঁচাতে নানা সময় নানা কথা উঠেছে। কিন্তু বাস্তবে আদি গঙ্গার পরিস্থিতি ক্রমশ করুণ হয়েছে। চারপাশের নোংরা আবর্জনা দিনের পর দিন পড়েছে আদি গঙ্গার জলে। সেই আদি গঙ্গাকে বাঁচাতেই নয়া আশা দেখালেন মোদী।