Students Election: নবান্ন থেকে মেলেনি সবুজ সংকেত, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনই সম্ভব নয় নির্বাচন

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার সরব হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই দাবিতে আন্দোলনে নেমেছেন পড়ুয়াদের একাংশ। তাঁদের বক্তব্য, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। তবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখনও সবুজ সংকেত দেয়নি নবান্ন। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলেই উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

যাদবপুরের পড়ুয়াদের দাবি, গত ২ বছর ধরে সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। নির্বাচনের প্রয়োজন রয়েছে। তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করছে না সরকার। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে বলেই দাবি জানিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। সেই সময় পড়ুয়ারা রাজ্যপালকে ঘিরে ধরে বিক্ষোভ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। এই দাবিতে তাঁরা রাজ্যপালকে স্মারকলিপিও জমা দেন। শুধু পড়ুয়ারাই নন, ছাত্র সংসদ নির্বাচনের যে প্রয়োজন রয়েছে তা নিয়ে একমত যাদবপুর কর্তৃপক্ষ। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠক হয়েছে। সেই বৈঠকে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাজ্যকে আরও একবার চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য এই চিঠি দেবেন।

আন্দোলনরত পড়ুয়াদের একাংশের বক্তব্য, ছাত্র সংসদ নির্বাচনের জন্য তাঁরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে নির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত না নিলে ৯ জানুয়ারি থেকে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় শেষ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। মাঝখানে করোনা অতিমারী থাকার কারণে দুবছর নির্বাচন হয়নি।