২০ বছরে ১ হাজার ৭০০ সাংবাদিক নিহত

সংবাদ প্রকাশ নিয়ে বিশ্বজুড়ে প্রতি বছরই সন্ত্রাসী কিংবা অজ্ঞাত হামলায় প্রাণ হারাচ্ছেন অনেক সাংবাদিক। এ নিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এসেছে, গত ২০ বছরে প্রায় ১ হাজার ৭০০ জন সাংবাদিক নিহত হন।

আরএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, গত দুই দশকে (২০০৩-২০২২) বিশ্বব্যাপী ১ হাজার ৬৬৮ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১২ সালে ১৪৪ জন এবং ২০১৩ সালে ১৪২ জন সাংবাদিককে হত্যা করা হয়। এই দুই বছর ছিল সর্বোচ্চ।

আরএসএফের বিশ্লেষণে এসেছে, গত ২০ বছরে ইরাক ও সিরিয়ায় মারা গেছে ৫৭৮ জন সাংবাদিক। যা বিশ্বে নিহত সাংবাদিকের এক তৃতীয়াংশের কিছু বেশি। তারপরেই মেক্সিকো (১২৫), ফিলিপাইন (১০৭), পাকিস্তান (৯৩), আফগানিস্তান (৮) এবং সোমালিয়া (৭৮)। সূত্র: আনাদোলু এজেন্সি