Jalpaiguri: টাকার বিনিময়ে অযোগ্যদের আবাসে নাম, বিডিও-র বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে প্রতিদিনই দুর্নীতির অভিযোগ উঠে আসছে। অধিকাংশ ক্ষেত্রেই এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যোগ্যদের আবাস যোজনার সুবিধা থেকে বাদ দিয়ে অযোগ্যদের আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন সারির নেতাদের বিরুদ্ধে। এবার টাকার বিনিময়ে যোগ্যদের আবাস যোজনার সুবিধা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের নেতৃত্বে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার চা শ্রমিকরা।

শুক্রবার বিডিও অফিসের সামনে পাহাড়পুর, পাতকাটা,অরবিন্দ, বারোপেটিয়া এই চার গ্রামপঞ্চায়েতের অধীনে থাকা রায়পুর, ডেঙ্গুয়াঝাড়, করলা ভ্যালি সহ ৫ টি চা বাগানের আদিবাসী চা শ্রমিকরা বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভে নেতৃত্ব দেন পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান শ্রী প্রধান হেমব্রম। তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে অযোগ্যদের আবাস যোজনার তালিকায় নাম রেখে দিয়েছেন জলপাইগুড়ি সদরের বিডিও। কেটে দেওয়া হয়েছে গরীব মানুষদের নাম। এরপর বিডিও অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন চা শ্রমিকরা। ঘটনায় বিক্ষোভকারীরা যাতে বিডিও অফিসে ঢুকতে না পারে তারজন্য কার্যালয়ের মূল দরজা তালা বন্ধ করে দেয় পুলিশ। আদিবাসী শ্রমিকদের সঙ্গে চলে পুলিশের ধস্তাধস্তি। 

তাঁদের দাবি, আবাস যোজনার তালিকা থেকে যোগ্যদের নাম কেটে অযোগ্যদের নাম রেখে দেওয়া হয়েছে। প্রকৃত প্রাপকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, আই লসি অর্ঘ্য সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। পরে বিক্ষোভকারীরা বিডিওর সঙ্গে দেখা করে যোগ্য ব্যাক্তিদের একটি তালিকা জমা দিয়ে তাঁদের নাম যুক্ত করার দাবি জানান। পরে জেলা শাসকের সঙ্গেও তাঁরা দেখা করেন। বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।