PM Narendra Modi Speaks With Rishabh Pant’s Mother, Inquires About His Health


নয়াদিল্লি: শুক্রবার সকালেই তিনি মাতৃহারা হয়েছেন। যে কারণে কলকাতা সফর বাতিল করেছেন। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন ভার্চুয়ালি।

তবে মাতৃশোকের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) উদ্বিগ্ন করে তুলেছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দুর্ঘটনার খবর। পন্থ হাসাপাতালে ভর্তি আছেন খবর পেয়েই তারকা ক্রিকেটারের মাকে ফোন করেন মোদি। পন্থের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ খবর নেন। আশ্বস্ত করেন পন্থের মাকে। এ-ও জানান যে, সবরকমভাবে তিনি গোটা পন্থ পরিবারের পাশে আছেন। চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যাপারেও তিনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুক্রবার রাতে ট্যুইট করে যে খবর জানানো হয়। ধন্যবাদ জানানো হয় প্রধানমন্ত্রীকেও।                                                              

কেমন আছেন পন্থ?

উদ্বেগে ছিল তামাম ভক্তকুল। তবে রাতের দিকে এল কিছুটা স্বস্তির খবর। জানা গেল, ঋষভ পন্থের (Rishabh Pant) মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি। যা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা। 

শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পন্থ। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। পাশাপাশি তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে এদিনই।

তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি এদিন। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকও তাঁর হাঁটু ও গোড়ালির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

আরও পড়ুন: দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে পারবেন গুরুতর জখম পন্থ? কী বলছেন বিশেষজ্ঞরা?