Firhad Hakim: ‘আসি যাই মাইনে পাই মনোভাব চলবে না’ পুর অধিকারিকদের সতর্ক করলেন ফিরহাদ

কাজে ফাঁকি দেওয়া নিয়ে পুরকর্মী আধিকারিকদের কড়া বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। কোনওভাবেই কাজে ফাঁকি দেওয়া চলবে না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। এমনকী প্রয়োজনে কাজ না করলে শোকজ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একটি অভিযোগের ভিত্তিতে মেয়র এভাবেই পুর আধিকারিকদের ওপর ক্ষোভ উগরে দিলেন।

এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক ব্যক্তি অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে পুকুর সংস্কারের কাজ হয়নি। আধিকারিকরাও পুকুর পরিদর্শন করেছেন। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি সেখানে। এই অভিযোগ শুনে বেজায় ক্ষুব্ধ হন মেয়র। ফিরহাদ হাকিম তিনি বলেন, ‘শহর কলকাতার যে সমস্ত ওয়াটার বডি নিয়ে আসেস্মেন্ট বিভাগ ধীর গতিতে কাজ করছে, তারা যদি ঠিক ভাবে কাজ না করে তাহলে সমস্ত বিভাগকে শো কাজ করা হবে।’ তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আসি যাই মাইনে পাই। এটা হবে না। যে অভিযোগ করেছেন আমি নিজেই খতিয়ে দেখতে সেই জায়গায় যাবো।’ তবে কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এটা কাউন্সিলরদের কাজ নয়।’

এছাড়াও এদিন এই অনুষ্ঠানে আরও একটি এলাকায় পুকুর সংস্কার নিয়ে পুর আধিকারিকদের ভর্ৎসনা করেন মেয়র। তিনি বলেন, ‘যে সংস্থা কাজ করে গিয়েছে কেন তাকে ব্ল্যাকলিস্টেড করা হল না?’ তিনি বলেন, ‘সরকারি টাকা হল মানুষের টাকা। এই টাকা নয় ছয় করা যাবে না। এরকম দৃষ্টিভঙ্গি হলে চলবে না।’ এর পাশপাশি টক টু মেয়র শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ টালি নালা প্রসঙ্গে বলেন, ‘টলি নালার কাজ খুব দ্রুতই করা হবে। অর্থের যোগান এসে গিয়েছে। লক গেট বসানোর একটা পরিকল্পনা আছে। ১১৭ ও ১১৮ নম্বর ওয়ার্ডে কাজ হয়েছিল। সেটা হয়ে গেলে টলি নালার কাজ সম্পন্ন হবে।’