Howrah-NJP Vande Bharat Ticket: বন্দে ভারতের ‘ফার্স্ট রাইডে’র স্বাদ পেতে হুড়োহুড়ি, শেষ হল টিকিট

পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে গতকাল। বাণিজ্যিক ভাবে এই ট্রেনটি যাত্রী পরিষেবা দিতে শুরু করবে ১ জানুয়ারি থেকে। এই আবহে এই ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। রেলের ওয়েবসাইট অনুযায়ী, ১ ও ২ জানুয়ারি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল গতকালই। ওদিকে ১ ও ২ জানুয়ারি হাওড়া থেকে এনজেপির টিকিটও শেষের পথে। শুধু শখ মেটানোর জন্য়ও অনেকে একবার এই ট্রেনে চড়তে চাইছেন। ট্রেনটি উদ্বোধনের দিনও মানুষের মধ্যে এই ট্রেন নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে।

উল্লেখ্য, গতকাল হাওড়া থেকে সকাল ১১টা ৪১ মিনিটে সূচনা হয় বন্দে ভারত এক্সপ্রেসের। তবে সাধারণ যাত্রীদের জন্য ট্রেনের সময় আলাদা হবে। সূচি অনুযায়ী, সপ্তাহে ছ’দিন হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে। বুধবার ছাড়া রোজ বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। তিনটি স্টেশনে স্টপেজ দেবে – বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোই জংশন। ভোর ৫টা ৫৫মিনিটে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি দুপুর ১টা ২৫ মিনিটে এই ট্রেন পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ফিরতি পথে দুপুর ৩টে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে। হাওড়ায় ঢুকবে রাত ১০ টা ৩৫ মিনিট নাগাদ।

এদিকে ট্রেনে যাত্রীদের খাবার পরিবেশন করা হবে রেলের তরফে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে গেলে এই ট্রেনের আপনাকে খরচ করতে হবে ১,৫৬৫ টাকা। যদি আপনি ট্রেনের খাবার নিতে না চান তবে আপনার টিকিট থেকে বাদ যাবে ৩৭৯ টাকা। ট্রেনের একজিকিউটিভ ক্লাসের টিকিটের দাম পড়বে ২৮২৫ টাকা। এখানে খাবার নিতে না চাইলে ৪৩৪ টাকা বাদ যাবে। আইআরসিটিসি সূত্রে খবর, এই ট্রেনে যাত্রীদের লুচি ও চানা মশলা দেওয়া হতে পারে ব্রেকফাস্টে। দুপুরের খাবারে থাকতে পারে মুরগি অথবা খাসির মাংস। পাশাপাশি থাকবে রসগোল্লা, সন্দেশ। এদিকে ফিরতি পথে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় আসার জন্য ১৪৪৫ টাকা খাবার সহ টিকিটের দাম পড়বে। এক্সিকিউটিভ ক্লাসে টিকিটের দাম খাবার সহ দাম পড়বে২,৬৭০ টাকা। এদিকে হাওড়া থেকে মালদা চেয়ার কারের ভাড়া ৯৫০ টাকা। এদিকে এক্সিকিউটিভে ভাড়া পড়বে ১৭৭৫ টাকা। এদিকে হাওড়া থেকে বোলপুর যেতে চেয়ারকারে ভাড়া পড়বে ৬৫০ টাকা। এক্সিকিউটিভে ভাড়া পড়বে ১১৭০ টাকা।