Rishabh Pant Receives Wishes From Pakistan Star Muhammad Rizwan Wishes, Shoaib Malik And Others


ইসলামাবাদ: ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ৪৮-র অধিক সময় কেটে গিয়েছে। দুর্ঘটনার পর আপাতত ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্থ। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় তারকার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ঝড়। এবার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তান ক্রিকেট দলের একাধিক তারকার নাম। মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan), শোয়েব মালিক (Shoaib Malik), শাহিন আফ্রিদিরা পন্থের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

পন্থের জন্য প্রার্থনা

রিজওয়ান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ঋষভ পন্থের দ্রুত আরোগ্য করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ আরেক পাকিস্তানি তারকা শাহিন আফ্রিদি লেখেন, ‘ঋষভ পন্থের জন্য প্রার্থনা করছি।’ প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক লেখেন, ‘সদ্যই ঋষভ পন্থের দুর্ঘটনার বিষয়ে অবগত হলাম। ঋষভ তোমার জন্য প্রার্থনা করছি এবং অনেক শুভকামনা রইল। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি, তাড়াতাড়ি সেরে ওঠো ভাই।’

 

 

 

 

মদ্যপ ছিলেন পন্থ?

দুর্ঘটনার সময় কি মদ্যপ অবস্থায় ছিলেন ঋষভ পন্থ? প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না বলেই কি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি? দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন পন্থ। তারপর থেকেই উঠছে এই প্রশ্ন। তবে শনিবার উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে যে, হরিদ্বারের কাছে যখন পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। এমনকী, তাঁর গাড়ির গতিবেগও অতিরিক্ত ছিল না বলে জানিয়েছে পুলিশ। যদিও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রবল গতিতেই ডিভাইডারে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছে পন্থের গাড়ি।

পুলিশ সূত্রে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় থাকলে কেউ দিল্লি থেকে ২০০ কিলোমিটার রাস্তা কোনও সমস্যা ছাড়া চালিয়ে আসতে পারত না। বলা হচ্ছে, রুরকির হাসপাতালে যে চিকিৎসক পন্থের প্রাথমিক চিকিৎসা করেছিলেন, তিনিও জানিয়েছিলেন যে, পন্থ মদ্যপ ছিলেন না। 

আরও পড়ুন: ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে হার্দিকের ‘শাহি’ সাক্ষাৎ