Delhi Woman Dragged under Car: ‘দানবীয়’, তরুণীকে কীভাবে ৭ কিমি ছেঁছড়ে নিয়ে গেল গাড়ি? উঠল যৌন হেনস্থার অভিযোগ

বর্ষবরণের রাতে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে দিল্লি। ভোররাতে দিল্লির সুলতানপুরীতে একটি স্কুটারকে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। এরপর স্কুটার আরোহী তরুণীর পা আটকে গিয়েছিল গাড়ির নীচে। সেই অবস্থাতেই তরুণীকে কয়েক কিলোমিটার রাস্তা ছেঁছড়ে নিয়ে যায় গাড়িটি। ইতিমধ্যেই গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল অভিযুক্ত। দুর্ঘটনা ঘটনানো গাড়িটি মারুতি সুজুকি বলেনো। জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের মধ্যে একজন ক্রেডিট কার্ড এজেন্ট, একজন গাড়ির চালক এবং এক রেশন দোকানের মালিক রয়েছে। এই ঘটনায় টুইট করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সক্সেনা লিখেছেন, ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।’ এই ঘটনাকে তিনি ‘দানবীয় অসংবেদনশীল’ বলে আখ্যা দিয়েছেন। এদিকে মৃত যুবতীর অভিভাবক যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। জাতীয় মহিলা কমিশন সেই মতো তদন্তের নির্দেশ দিয়েছে।

রবিবার ভোরে একটি স্কুটার নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে। এরপর, তরুণীর পা গাড়ির নীচে আটকে গেলে সেই অবস্থাতেই গাড়িটি কয়েক কিলোমিটার চলতে থাকে না থেমে। পথেই মৃত্যু হয় তরুণীর। তরুণীর স্কুটারে ধাক্কা মারার পরও তারা গাড়ি থামায়নি। কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে ভোর ৩টে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে একজন জানান যে একটি গাড়ি তরুণীকে ছেঁছড়ে নিয়ে যাচ্ছে। পরে ভোর ৪টে ১১ মিনিটে আরও একটি ফোন আসে। সেই সময় বলা হয়, রাস্তায় তরুণীর নগ্ন দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর রবিবার দিল্লি পুলিশ ঘাতক গাড়িটি সনাক্ত করে। ভয়ঙ্কর ঘটনার সময় গাড়িটিতে মোট ৫ জন ছিল।

এদিকে অভিযুক্তদের দাবি, একটি স্কুটি তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে তারা নাকি বুঝতে পারেনি যে তাদের গাড়ির নীচে তরুণীর দেহ আটকে গিয়েছে। তবে মৃত তরুণীর মা রেখার দাবি, তাঁর মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে। এদিকে ঘটনা প্রসঙ্গে টুইট করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর লেখেন, ‘আমার মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে কাঞ্ঝাওয়ালা-সুতলানপুরীর অপরাধের ঘটনায়। অপরাধীদের দানবীয় অসংবেদনশীলতায় আমি স্তম্ভিত। দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পরস্থিতির ওপর নজর রাখছি। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।’