Bikash Bhattacharya: বিকাশের বাড়িতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, মমতা-অভিষেকের ইন্ধনে, দাবি CPM সাংসদের

নিয়োগ দুর্নীতির মামলার অন্যতম আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে মিছিল করে ঘেরাও করতে গেলেন চাকরিপ্রার্থীদের একাংশ। মঙ্গলবার তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি)-এর চাকরিপ্রার্থীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভ চলাকালীন তিন চাকরিপ্রার্থীকে বাড়িতে ডেকে নেন আলোচনার জন্য। বিকাশ ভট্টাচার্য বেশ খানিকক্ষণ কথা বলেন তাঁদের সঙ্গে। চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, ‘অযৌক্তিক মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে।’ তাঁদের সঙ্গে কথা বলার পর সিপিএম সাংসদ বলেন, ‘আদালতের নির্দেশ মেনে মামলা চলছে। তার পরেও আমার বাড়ির সামনে এই বিক্ষোভের কোনও যুক্তি দেখছি না।’ তিনি আরও বলেন,’বেআইনি নিয়োগের বিরুদ্ধে লড়াই করার জন্য পৃথিবীতে এই প্রথম কোনও আইনজীবীর বাড়িতে বিক্ষোভ হল।’

বিকাশ ভট্টাচার্যের দাবি, বিক্ষোভকারীরা পরিকল্পনা করেই তাঁর বাড়িতে এসেছে। বাড়ি ঘেরাও করে তাঁদের বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ তা আটকে দিয়েছে। তিনি বলেন, ‘ওদের বক্তব্য, আমার জন্য নাকি নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে। আমি তিনজনকে ডেকে কথা বলেছি। ওদের বলাম, আমার জন্য নয়, নিয়োগ আটকে যাচ্ছে বেআইনি নিয়োগের জন্য। এই বিক্ষোভের পিছনে মমতা, অভিষেকের ইন্ধন রয়েছে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন,’নিয়োগ মামলা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। আন্দোলনকারীদের কিছু বলার থাকলে তাঁরা সুপ্রিম কোর্টে যান।’