IND Vs SL 1st T20: Deepak Hooda, Axar Patel’s Fiery Partnership Guides India To 161


মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৬২ রান তুলল ভারতীয় দল (IND vs SL 1st T20)। ঈশান কিষাণের ৩৭ রানের ইনিংসের পর শেষের ওভারগুলিতে অক্ষর পটেল (Axar Patel) ও দীপক হুডার (Deepak Hooda) ঝোড়ো পার্টনারশিপে ভর করেই লড়াই করার রসদ পেল টিম ইন্ডিয়া। হুডা ৪১ ও অক্ষর ৩১ রানে অপরাজিত থাকেন। দুই মিডল অর্ডার ব্যাটার ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৬৮ রান যোগ করেন।

যুগ্ম অভিষেক

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। যদিও ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য জানান তিনি টসে জিতলে ব্যাটিংই করতেন। এই ম্যাচেই দুই তারকা ক্রিকেটার নিজেদের অভিষেক ঘটান। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে রোহিত শর্মা, কেএল রাহুলরা নেই। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় দলে ওপেনারের ভূমিকায় শুভমন গিলের (Shubman Gill) অভিষেক ঘটানোর সম্ভাবনা ছিলই, সেই সম্ভাবনাই সত্যি হল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক ঘটালেন শুভমন।

তবে শুধু শুভমন একা নন, তাঁর দীর্ঘদিনের বন্ধু শিবম মাভিও এই ম্যাচে নিজের অভিষেক ঘটালেন। ভারতের হয়ে একসঙ্গে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন শুভমন ও শিবম। এবার ভারতের হয়ে টি-টোয়েন্টিতেও একইসঙ্গে অভিষেক ঘটালেন দুইজনে। শুভমন গিলকে নিজের টি-টোয়েন্টি ক্যাপটি দেন সূর্যকুমার যাদব। শিবম মাভিকে তাঁর ক্যাপটি দেন হার্দিক পাণ্ড্য। গিল অবশ্য এদিন রান পাননি সাত রানেই সাজঘরে ফেরেন তিনি। সূর্যকুমার যাদব (৭) ও সঞ্জু স্যামসনও (৫) অল্পের রানেই আউট হন। ৫০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত।

হুডা-অক্ষরের পার্টনারশিপ

একদিকে উইকেটের পতন সত্ত্বেও ঈশান কিষাণ অপরদিকে লড়াই করে চালিয়ে যাচ্ছিলেন। তবে ৩৭ রানে তাঁকেও সাজঘরে ফেরান ধনঞ্জয় ডি সিলভা। হার্দিক একটু দেখেশুনেই নিজের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি ২৭ বলে ২৯ রানে সাজঘরে ফেরেন। এরপরেই দীপক হুডাকে সঙ্গ দিতে নামেন অক্ষর পটেল। প্রথমে একটু দেখেশুনে নিয়ে শেষের দুই ওভারে মূলত ঝোড়ো গতিতে রান করেন দুই তারকা। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা ২২ রানে একটি উইকেট নিয়ে সফলতম বোলার।

আরও পড়ুন: ফিট বুমরা, চার মাস পরে জাতীয় দলে ফিরলেন তারকা বোলার