নিয়োগ দুর্নীতির তদন্তে ফের বিকাশ ভবনে পৌঁছল সিবিআই

নিয়োগ দুর্নীতির তদন্তে ফের একবার শিক্ষা দফতরের সদর কার্যালয় বিকাশ ভবনে হাজির হলেন সিবিআইয়ের গোয়েন্দারা। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ বিকাশ ভবনে যান সিবিআইয়ের ২ আধিকারিক। সূত্রের খবর, বেশ কয়েকটি তথ্যের ব্যাপারে নিশ্চিত হতে শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে আলোচনা করছেন তাঁরা।

নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সন্ধে ৬টা নাগাদ বিকাশ ভবনে পৌঁছন ২ সিবিআই আধিকারিক। নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলার পর সরাসরি তাঁরা চলে যান শিক্ষাসচিব মণীশ জৈনের দফতরে। সেখানে দুপক্ষের বৈঠক চলছে বলে জানা গিয়েছে।

সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পাওয়া বেশ কিছু তথ্যের সত্যতা জানতে শিক্ষাসচিবের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তবে একে জিজ্ঞাসাবাদ বলতে রাজি নয় সিবিআই।

এর আগেও বিকাশ ভবনে গিয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আপ্ত সহায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে নানা তথ্য জানার চেষ্টা করেন তাঁরা। সেদিন বেশ কিছু নথিও হাতে পান তদন্তকারীরা। তার সঙ্গে এদিনের অনুসন্ধানের কোনও যোগাযোগ রয়েছে কি না তা জানা যায়নি।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রোজ সিবিআইয়ের ওপর চাপ বাড়াচ্ছে আদালত। বুধবারও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সিবিআইকে প্রশ্ন করেছে, তদন্ত শেষ করতে কতদিন লাগবে?