বছরের প্রথম ট্রফি জামালের

টানা তিন রাউন্ড শীর্ষে ছিলেন জামাল হোসেন। শেষ রাউন্ডেও সাবলীল পারফরম্যান্স দেখিয়ে সামিট ওপেন গলফের শিরোপা জিতে নিয়েছেন এই গলফার। শেষ রাউন্ডে ৩ আন্ডার পার খেলেছেন জামাল। মোট ১৩ আন্ডার পারে এই ট্রফি উঠেছে তার হাতে।

কুর্মিটোলা গলফ ক্লাবে ট্রফি জিতে জামাল উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, নতুন বছরে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সেরাটা দিতে পেরে আমি গর্বিত। চ্যাম্পিয়ন হওয়ায় খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।

এই টুর্নামেন্টে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান দ্বিতীয় রাউন্ডে জামালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনে আশা দেখিয়েছিলেন। মাত্র ২ আন্ডারে পিছিয়ে থেকে তিনি শেষ রাউন্ড খেলতে নামেন। কিন্তু সেখান থেকে জামালকে টপকে যেতে পারেননি। এক ওভার পারের হতাশাজনক পারফরম্যান্সে মোট ৭ আন্ডারে যুগ্মভাবে দ্বিতীয় হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে দুবারের এশিয়ান ট্যুর জয়ীকে। দ্বিতীয় স্থানে তার সঙ্গী বাদল হোসেন। ৬ আন্ডার পার খেলে তৃতীয় হয়েছেন মোহাম্মদ মুয়াজ। নাজিম হোসেন ২ আন্ডার পার খেলে চতুর্থ।