বন্দে ভারতে নয়, বিডিও অফিসে পাথর ছুড়ুন: সুকান্ত মজুমদার

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার বিরোধিতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। পালটা বিডিও অফিসে পাথর ছোড়ার পরামর্শ দিলেন তিনি। এই বক্তব্যের জন্য সুকান্ত মজুমদারের গ্রেফতারি দাবি করেছে তৃণমূল।

বুধবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুকান্তবাবু বলেন, ‘উপযুক্ত জায়গায় ঢিল ছুড়ুক। বন্দে ভারতে ঢিল না ছুড়ে যেখানে ঢিল ছোড়ার সেখানে ছুড়ুক। ঘর না পেলে বিডিও অফিসে ঢিল ছুড়ুক।’

এই ঘটনার বিরোধিতা করে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘সরকারি সম্পত্তি নষ্ট করতে সাধারণ মানুষকে প্ররোচনা দিচ্ছেন সুকান্তবাবু। সংসদে সংবিধান রক্ষার শপথ নিয়ে এই ধরণের কথা উনি বলতে পারেন না। এই ধরণের সাংসদের জেলে থাকা উচিত।’

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। জানা যায় সোমবার রাতে মালদায় হাওড়ামুখি ট্রেনে পাথর ছোড়ে কেউ বা কারা। এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে যায়। এরই মধ্যে মঙ্গলবার রাতে জানা যায় দুপুরে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে পাথর ছুড়েছে কেউ বা কারা। ২টি ঘটনাতেই ট্রেনের কাচ ভেঙেছে। তবে কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি।